ক্যান্ডি: এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। চোট সারিয়ে প্রথম একাদশে ঢুকে পড়লেন শ্রেয়স আইয়ার। চোটের জন্য দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ডানহাতি এই ব্যাটার। এশিয়া কাপে দলের ব্যাটিং অর্ডারে চার নম্বর স্লটে শ্রেয়সের ঢুকে পড়াটা ছিল সময়ের অপেক্ষা। কে এল রাহুল না থাকায় অটোমেটিক চয়েস হিসেবে উইকেট কিপার ব্য়াটার হিসেবে খেলবেন ঈশান কিষাণ।


 কেমন হল পাক ম্যাচের ভারতীয় একাদশ?


এদিনের ম্যাচে ওপেনিংয়ে নামার কথা রোহিত শর্মা ও শুভমন গিল। তবে এখানে কিছু বদলও হতে পারে। সেক্ষেত্রে ঈশান কিষাণকেও দেখা যেতে পারে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে। সেক্ষেত্রে গিলকে তিনে দেখা যেতে পারে। চারে নেমে যাবেন বিরাট কোহলি। পাঁচে শ্রেয়স আইয়ার। ছয় ও সাতে খেলবেন হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা। এচাড়া শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ এরপরে।


এক নজরে পাকিস্তান ম্যাচের ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। 


এশিয়া কাপে (Asia Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে নেপালের (Nepal Cricket) বিরুদ্ধে বিশাল ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এবার দ্বিতীয় ম্যাচে আজ ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান (India vs Pakistan)। প্রথম ম্যাচের যে একাদশ খেলেছিল। সেই একাদশই ধরে রাখছে বাবর আজম বাহিনী। উল্লেখ্য, মুলতানে ঘরের মাঠে নেপালের বিরুদ্ধে খেলতে নেমেছিল পাক শিবির। ভারতের বিরুদ্ধে যদিও খেলার জন্য শ্রীলঙ্কায় সফর করতে হয়েছে শাহিন আফ্রিদি, রিজওয়ানদের। নেপালের বিরুদ্ধে ২৩৮ রানের রেকর্ড ব্যবধানে জয় এসেছিল। অধিনায়ক বাবর আজম ১৫১ রানের ইনিংস খেলছিলেন। ইফতিকার আহমেদ অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও বল হাতে শাদাব খান দলের হয়ে সর্বাধিক ৪ উইকেট নিয়েছিলেন।


ভারতের বিরুদ্ধে ম্যাচের পাক একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, আঘা সালমান, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ


আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রোহিতের, একাদশে শ্রেয়স