চেন্নাই: এক দল সেমিফাইনালে এশিয়ান গেমসে সোনাজয়ী জাপানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে এসেছে। অন্য দল আবার গতবারের চ্যাম্পিয়ন কোরিয়াকে হাফ ডজন গোল দিয়ে নামছে। 


এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (Asian Champions Trophy 2023) ফাইনালে শনিবার মুখোমুখি ভারত ও মালয়েশিয়া (India vs Malaysia)। গ্রুপ পর্বের অভিজ্ঞতা অবশ্য মনোবল বাড়াবে ভারতীয় শিবিরের। কারণ, গ্রুপ পর্বে মুখোমুখি সাক্ষাতে মালয়েশিয়াকে ৫ গোলে চূর্ণ করেছিল ভারত। 


টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। একমাত্র গ্রুপ পর্বে জাপানের সঙ্গে ভারতের ম্যাচ ড্র হয়েছিল। বাকি সব ম্যাচেই ভারতের আধিপত্য। গ্রুপ পর্বে শীর্ষ স্থান পেয়েছিল ভারত। শুক্রবার সেমিফাইনালে জাপানকে ৫-০ গোলে উড়িয়ে নামছে ভারত। সব মিলিয়ে টুর্নামেন্টে ৬ ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে ভারতীয় দল।


এ নিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সাতবার অংশ নিয়ে পঞ্চম ফাইনাল খেলতে নামবে ভারত। ২০১১, ২০১৬ ও ২০১৮, তিনবার ট্রফি জিতেছে ভারত। ২০১২ সালে রানার্স হয়েছিল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সাফল্যের নিরিখে পাকিস্তানের সঙ্গে এক নিক্তিতে রয়েছে ভারত। পাক দলের মতোই তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। 


 






কাদের ম্যাচ?


এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে মুখোমুখি ভারত ও মালয়েশিয়া


কোথায় ম্যাচ?


মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়াম, চেন্নাই


কখন ম্যাচ?                     


ম্যাচ শুরু রাত ৮.৩০


কোথায় দেখবেন ম্যাচ?                     


স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার


অনলাইন স্ট্রিমিং                          


মোবাইল ফোনে ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার                                                     


আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের প্রচারে চমক? শহরে আসতে পারেন সহবাগ-হরভজন, ইডেন পর্যন্ত ব়্যালির পরিকল্পনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial