পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষদের হকিতে ব্রোঞ্জ পেল ভারত
Web Desk, ABP Ananda | 01 Sep 2018 05:46 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
জাকার্তা: মালয়েশিয়ার কাছে সেমিফাইনালে হেরে সোনা জয়ের সুযোগ হারালেও, এশিয়ান গেমস থেকে শূন্য হাতে ফিরছে না ভারতের পুরুষদের হকি দল। আজ পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পেলেন রুপিন্দর পাল সিংহরা। গোল করলেন আকাশদীপ সিংহ ও হরমনপ্রীত সিংহ। পাকিস্তানের হয়ে ব্যবধান কমান আতিক মহম্মদ। একাধিক সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়াতে পারত ভারত। এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে ছিল ভারতীয় দল। একের পর এক ম্যাচ বড় ব্যবধানে জেতায় সোনা জয়ের আশা তৈরি হয়েছিল। কিন্তু মালয়েশিয়ার কাছে শ্যুটআউটে হেরে স্বপ্নভঙ্গ হয় শ্রীজেশদের। তবে আজ দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল।