জাকার্তা:  বিশ্বজয়ীকে হারাল কৈশোরের স্পর্ধা। জাকার্তায় ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জয় ১৬ বছরের সৌরভ চৌধুরীর। একই ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অভিষেক বর্মা। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের ভাণ্ডারে ৭টি পদক এল।

আজ দিনের শুরুটাই ভারতের জন্যে দারুন ছিল। একই ইভেন্ট ১০ মিটার এয়ার পিস্তলে একইসঙ্গে সোনা এবং ব্রোঞ্জ জিতেছে ভারত। এদিকে সাঁতারে সাঁতারু বিক্রম খাদে পুরুষদের ৫০ এম ফ্রি স্টাইলের ফাইনালে পৌঁছে গিয়েছেন। এশিয়ান গেমসের দ্বিতীয় দিনে ভারত তিনটি পদক জয় করে। তৃতীয় দিনে ভারতের ভাণ্ডারে আরও কিছু পদক যোগের সম্ভাবনা রয়েছে। তৃতীয় দিনে সাঁতার, আর্চেরি, বাস্কেটবলের মতো একাধিক ইভেন্ট রয়েছে। এদিকে কবাডিতে মহিলা ও পুরুষ দলের নিজস্ব গ্রুপ ম্যাচতো রয়েছেই। আজই রয়েছে ভারতীয় মহিলা হকি দলের গ্রুপ বি-র ম্যাচ। তাঁরা নামছেন কাজাকাস্তানের বিরুদ্ধে। এখন সময়ের অপেক্ষা ভারত আর কটা ইভেন্টে পদক আনতে পারে।