হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) নবম দিনে ৩০০০ মিটার স্টিপলচেজ়ে জিতেছিলেন রুপো। আজও পারুল চৌধুরীর (Parul Chaudhary) সাফল্যের ধারা অব্যাহত রইল। বদলাল পদকের রংও। মহিলাদের ৫০০০ মিটারে সোনা জিতলেন পারুল। এটাই আজকের দিনে ভারতের প্রথম সোনা। মহিলাদের ৫০০০ মিটারে প্রথম ভারতীয় মহিলা হিসাবে পদক জিতে ইতিহাস সৃষ্টি করলেন পারুল।


পারুল ১৫:১৪.৭৫ নিজের ইভেন্ট সম্পূর্ণ করেন পারুল। তবে এই জয়টা কিন্তু একেবারেই সহজ ছিল না। ফিনিশ লাইন থেকে মাত্র ২০ মিটার দূরত্ব বাকি থাকার সময়েও পারুল দ্বিতীয় স্থানে ছিলেন। তবে হার না মানা অদম্য জেদ এবং দৃঢ় মানসিকতার পরিচয় দিয়ে তিনি নিজের সর্বস্বটা উজাজ় করে দেন। শেষমেশ জাপানের রিরিকা হিরোনাকাকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছে যান তিনি। এটি চলতি এশিয়ান গেমসে ভারতের ১৪তম পদক। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৬৪টি পদক জিতে নিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা।


 






আরেক ভারতীয় অ্যাথলিট অঙ্কিতাও পদকের দৌড়ে ছিলেন বটে। তবে তিনি পারুলের মতো শেষ কয়েক ধাপে নিজের সেরাটা দিতে পারেননি। ক্লান্তি গ্রাস করে তাঁকে। শেষমেশ পিছিয়ে পড়তে পড়তে প্রথম কয়েকজন অ্যাথলিটদের মধ্যে শেষ করতে ব্যর্থ হন অঙ্কিতা। 


প্যারিসের টিকিট পাকা লভলিনার


এশিয়ান গেমসে সোনা জেতার দৌড়ে ঢুকে পড়লেন লভলিন বরগোঁহাই ( Lovlina Borgohain)। মহিলাদের ৭৫ কেজি বিভাগে ভারতীয় এই বক্সার তাইল্যান্ডের বাইসন মানেকনকে হারালেন সেমিফাইনালে। এই জয়ের সুবাদেই প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করে নিলেন লভলিনা। আগামীকাল স্বর্ণপদক জয়ের লড়াইয়ে নামবেন তিনি।


অলিম্পিক্সের পদকজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন লভলিনা সোমিফাইনালের মঞ্চে তাইল্যান্ডের বাইসন মানেকনকে হারান তিনি। উচ্চতার সাহায্য নিয়ে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে সরিয়ে রেখে পাল্টা আক্রমণের রাস্তা ধরে ম্যাচ বের করে নেন ভারতীয় বক্সার। খেলায় আগাগোড়া আয়ত্ত্বে রেখেই ফাইনালে জায়গা পাকা করেছেন তিনি। এবারের এশিয়ান গেমসের মঞ্চ আগামী বছরের প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) যোগ্যতা অর্জনের মঞ্চেও। ফাইনালে জায়গা পাকা করার ফলে যেখানেও নামা নিশ্চিত হয়ে গিয়েছে লভলিনার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: যশস্বীর দুরন্ত শতরান, ২৩ রানে নেপালকে হারিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু ভারতের