হাংঝাউ: তিনি দুবারের বিশ্বচ্যাম্পিয়ন। হাংঝাউ এশিয়ান গেমসে (Asian Games) বক্সিংয়ে পদক নিশ্চিত করে ফেললেন।


নিখাত জ়ারিনের (Nikhat Zareen) আরও বড় প্রাপ্তি, প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) যোগ্যতাও পেয়ে গেলেন ভারতীয় বক্সার। মহিলাদের ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন জ়ারিন। টুর্নামেন্টে নিজের তৃতীয় ম্যাচে তিন মিনিটেরও কম সময়ে জর্ডনের নাসার হানানকে হারিয়ে দিলেন তিনি। আরএসসি নিয়মে। যে নিয়ম বলছে, ঘায়েল হয়ে প্রতিপক্ষ আর লড়াই চালাতে অক্ষম বুঝে রেফারি যখন অন্যজনকে জয়ী ঘোষণা করে দেন। 


শুক্রবার সেমিফাইনাল ওঠার লড়াই ঠিক ৫৩ সেকেন্ডে জিতে যান ভারতীয় বক্সার। কোয়ার্টার ফাইনালে জর্ডনের নাসার হানানের বিরুদ্ধে সহজ জয় ছিনিয়ে নেন ভারতের নিখাত। তাঁর অন্তত ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত। সেমিফাইনালে তাইল্যান্ডের চুথামাত রাকসাতের মুখোমুখি হবেন নিখাত। এই লড়াইয়ে জিতলে সোনার লক্ষ্যে ফাইনালে খেলতে নামবেন ভারতের অন্যতম সেরা মহিলা বক্সার। 


২০২২ সালে ইস্তানবুল এবং চলতি বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নিখাত। গত বছর বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। এবার এশিয়ান গেমসেও প্রথম বার পদক জয় নিশ্চিত হল নিখাতের। প্রসঙ্গত, চলতি এশিয়াডের প্রথম রাউন্ডে ভিয়েতনামের তাম-থি-এনগুয়েনের বিরুদ্ধে সহজ জয় পেয়েছিলেন তেলঙ্গানার ২৭ বছরের বিশ্বজয়ী বক্সার।


হাতের জাদুতে কথা বলান বন্দুককে। এশিয়া সেরার মঞ্চে একাই দেশের ঝুলিতে এনে দিয়েছেন চার চারটে পদক। তিনটে রুপো ও একটি সোনা। এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে এমনিতেই ভারতীয় শুটারদের জয়জয়কার। তার মাঝেই আলাদা করে নজর কাড়ছেন এষা সিংহ ( Esha Singh)। ১৮ বছরের এই শুটারের বন্দুক-হাতে কারসাজিতে মজেছে দেশের ক্রীড়ামহল।


শুক্রবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে জোড়া রুপো জিতেছেন এষা। ব্যক্তিগত ও দলগত দুই বিভাগেই। ব্যক্তিগত বিভাগে তাঁকে টেক্কা দিয়েছেন ভারতেরই পলক গুলিয়া (Palak Gulia)। ১৭ বছরের পলক ও ১৮ বছরের এষা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (10m air pistol women's) বিভাগের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপো জিতেছেন। একে অপরের বিরুদ্ধে সেরা হওয়ার লড়াই শেষের পরই একজোট হয়ে দিব্যা থাডিগোলকে সঙ্গে নিয়ে একই বিভাগের দলগত বিভাগে ভারতকে তাঁরা এনে দিয়েছেন রুপো। এর আগে ২৫ মিটার এয়ার পিস্তাল বিভাগেও (25 m air pistol) জোড়া পদক জিতেছিলেন এষা। ব্যক্তিগত বিভাগে সেখানেও জিতেছিলেন রুপো। আর দলগত বিভাগে মনু ভাকের ও রিদম সাঙ্গওয়ানের সঙ্গে মিলে জিতেছিলেন সোনার পদক।


আরও পড়ুন: ABP Exclusive: হাতে দইয়ের হাঁড়ি, মুরলীধরন বলছেন, বিশ্বকাপে গেমচেঞ্জার হবেন কোহলি-বুমরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial