হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2022) দশম দিনে দ্বিতীয় সোনা এল ভারতের ঘরে। মিনিট কয়েক আগেই ভারতকে দিনের প্রথম স্বর্ণপদক এনে দিয়েছিলেন পারুল চৌধুরী। তার পরপরই এল দ্বিতীয় সোনাও। সেটাও অ্যাথলেটিক্সেও। মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন অন্নু রানি (Annu Rani)। নিজের চতুর্থ প্রয়াসে ৬২.৯২মিটার দূরে জ্যাভলিন ছোড়েন ভারতীয় অ্যাথলিট। এটাই তাঁর মরশুমের সেরা থ্রো।
প্রতিযোগিতার শুরুটা কিন্তু একেবারেই মন্দ ভাবে করেননি অন্নু। নিজের প্রথম প্রয়াসে ৫৬.৯৯ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। দ্বিতীয় থ্রোয়েই মরশুম সেরা ৬১.২৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন ভারতীয় অ্যাথলিট। এই থ্রোয়ের সুবাদেই শীর্ষস্থান দখল করে নেন তিনি। শ্রীলঙ্কার নাদিশা দিলশান এবং চিনের লিউ হুইহুই কড়া টক্কর দিচ্ছিলেন ভারতীয় অ্যাথলিটকে। দুইজনেই একসময় অন্নুকে পিছনে ফেলে দিয়েছিলেন। নাদিশা এবং লিউ যথাক্রমে ৬১.৫৭ মিটার ও ৬১.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে নেন।
তবে নিজের চতুর্থ থ্রোয়েই শেষ শীর্ষস্থান দখল করে নেন তিনি। এক্ষেত্রে আর কেউ তাঁকে টপকাতে পারেননি। ফলে আজকের দিনে ভারতের দ্বিতীয় সোনা জিতে নেন তিনি।
তার ঠিক ঘণ্টাখানেক আগেই দিনের শেষবেলায় ভারতকে প্রথম সোনা এনে দেন পারুল চৌধুরী। নবম দিনে ৩০০০ মিটার স্টিপলচেজ়ে জিতেছিলেন রুপো। আজও পারুল চৌধুরীর (Parul Chaudhary) সাফল্যের ধারা অব্যাহত রইল। বদলাল পদকের রংও। মহিলাদের ৫০০০ মিটারে সোনা জিতলেন পারুল। এটাই আজকের দিনে ভারতের প্রথম সোনা। মহিলাদের ৫০০০ মিটারে প্রথম ভারতীয় মহিলা হিসাবে পদক জিতে ইতিহাস সৃষ্টি করলেন পারুল।
পারুল ১৫:১৪.৭৫ নিজের ইভেন্ট সম্পূর্ণ করেন পারুল। তবে এই জয়টা কিন্তু একেবারেই সহজ ছিল না। ফিনিশ লাইন থেকে মাত্র ২০ মিটার দূরত্ব বাকি থাকার সময়েও পারুল দ্বিতীয় স্থানে ছিলেন। তবে হার না মানা অদম্য জেদ এবং দৃঢ় মানসিকতার পরিচয় দিয়ে তিনি নিজের সর্বস্বটা উজাজ় করে দেন। শেষমেশ জাপানের রিরিকা হিরোনাকাকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছে যান তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: যশস্বীর দুরন্ত শতরান, ২৩ রানে নেপালকে হারিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু ভারতের