Asian Games Live Updates: শ্যুটিংয়ে জোড়া সোনা, বিশ্বরেকর্ড সিফটের, হকিতে ১৩-০ গোলে জয় ভারতের মহিলা দলের

Indian Athletics News Live: এশিয়ান গেমসের (Asian Games 2023) পঞ্চম দিন কেমন পারফর্ম করছেন ভারতীয় অ্যাথলিটরা?

ABP Ananda Last Updated: 27 Sep 2023 06:23 PM
Asian Games Live Update: টেনিসে পদক নিশ্চিত করলেন রামকুমার রামানাথন ও সাকেত মিনেনি জুটি

টেনিসে পুরুষদের ডাবলসে সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করলেন রামকুমার রামানাথন ও সাকেত মিনেনি। এই জয়ের সঙ্গে সঙ্গে পদকও নিশ্চিত করলেন এই জুটি।

Asian Games 2023: জয় নিখাত জারিনের

মহিলাদের বক্সিংয়ে ৫০ কেজি বিভাগে কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিলেন নিখাত জারিন।

Asian Games Live Update: রুপো জিতলেন ভারতের এষা

এশিয়ান গেমসে ফের পদক ভারতের। মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে রুপো জিতলেন ভারতের এষা সিংহ।

Asian Games 2023: সিঙ্গাপুরকে ১৩-০ গোলে উড়িয়ে দিল ভারতীয় মহিলা হকি দল

এশিয়ান গেমস হকিতে সিঙ্গাপুরকে ১৩-০ গোলে উড়িয়ে দিল ভারতীয় মহিলা দল। হ্যাটট্রিক সঙ্গীতা কুমারীর।

Asian Games Live Update: সাইক্লিংয়ের কোয়ার্টার ফাইনালে ভারতের ডেভিড বেকহ্যাম
সাইক্লিংয়ের কোয়ার্টার ফাইনালে ভারতের ডেভিড বেকহ্যাম। কাজাখস্তানের আন্দ্রে চুগে ও সের্গেই পোনোমারিয়ভকে হারিয়ে স্প্রিন্ট কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিনি।
Asian Games 2022 Live: পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন সুমিত

টেনিসে পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন সুমিত নাগাল। চীনের ঝিঝিন ঝাং জিতলেন ৬-৭, ৬-১, ৬-২ সেটে।

Asian Games Live: শটগান স্কিট বিভাগে রুপো জিতলেন অনন্ত নাকুরা

শ্যুটিংয়ে পুরুষদের শটগান স্কিট বিভাগে রুপো জিতলেন অনন্ত নাকুরা। সব মিলিয়ে ২১ পদক ভারতের ঝুলিতে।

Asian Games Live Update: বক্সিংয়ে শেষ ষোলো থেকে বিদায় শিবা থাপার
এশিয়ান গেমসে পুরুষদের বক্সিংয়ে ৫৭-৬৩.৬ কেজি বিভাগের শেষ ষোলো থেকে বিদায় ভারতের শিবা থাপার। কিরঘিস্তানের আস্কাত কুলাতায়েভের বিরুদ্ধে ০-৫ হেরে গেলেন শিবা।
Asian Games Live: ভারতের ঝুলিতে ৫ সোনা-সহ মোট ২০টি পদক



ভারতের ঝুলিতে ৫ সোনা-সহ মোট ২০টি পদক। এশিয়ান গেমসে পদক তালিকায় সপ্তম স্থানে ভারত। পাঁচটি সোনা জিতে ষষ্ঠ স্থানে উঠে এল তাইল্যান্ড। ৫৬টি সোনা জিতে প্রথম স্থানে চীন।




Asian Games 2022 Live: রুপো জিতলেন ভারতের এষা



এশিয়ান গেমসে ফের পদক ভারতের। মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে রুপো জিতলেন ভারতের এষা সিংহ।




Asian Games Live Updates: শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতল ভারতের পুরুষদের স্কিট টিম

ব্রোঞ্জ জিতল ভারতের পুরুষদের স্কিট টিম। যে দলে ছিলেন অনন্ত জিৎ সিংহ নারুকা, গুরজ্যোৎ সিংহ খাঙ্গুরা ও অঙ্গদ বীর সিংহ বাজওয়া।

Asian Games Live: ফেন্সিংয়ে ভারতের মহিলাদের ইপি দল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে
ফেন্সিংয়ে ভারতের মহিলাদের ইপি দল পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। জর্ডানকে ৪৫-৩৬ ব্যবধানে হারিয়ে দিল ভারত। শেষ আটে কোরিয়ার বিরুদ্ধে খেলবে ভারত।
Asian Games Live Updates: সেলিংয়ে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিষ্ণু সর্বানন
সেলিংয়ে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিষ্ণু সর্বানন। পুরুষদের আইএলসিএ সেভেনে সব মিলিয়ে ৩৪ পয়েন্ট পেলেন তিনি।
Asian Games Live: বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় শ্যুটার

এশিয়ান গেমসে (Asian Games) শ্যুটিংয়ে ভারতের সোনার দৌড় অব্যাহত। ৫০ মিটার থ্রি পোজিশনস রাইফেলে মহিলাদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন ভারতের সিফট কৌর সামরা (Sift Kaur Samra)। শুধু তাই নয়, বিশ্বরেকর্ডও গড়লেন ভারতীয় শ্যুটার।

Asian Games Live: ভাঙল যুবরাজের কীর্তি

পাশাপাশি ভেঙে গেল যুবরাজ সিংহের বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন যুবরাজ। সেটাই ছিল ক্রিকেটের এই ফর্ম্যাটে দ্রুততম হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন যুবি। বুধবার নেপালের দীপেন্দ্র সিংহ আইরি ১৬ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন। মাত্র ৯ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রানে অপরাজিত রইলেন তিনি। আটটি ছক্কা মেরেছেন দীপেন্দ্র। স্ট্রাইক রেট? ৫২০! এটাও টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড। এর আগে কোনও ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে এই স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরি করেননি।     

Asian Games Live: বাইশ গজে নেপালের রেকর্ড

এশিয়ান গেমসে ক্রিকেট হচ্ছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। সেখানে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপাল তুলল ৩১৪/৩। এই প্রথম কোনও দল টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ রান পার করল। এর আগের রেকর্ড ছিল আফগানিস্তানের। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ২৭৮/৩ তুলেছিল তারা। সেই রেকর্ড ভুলুণ্ঠিত হল বুধবার।

Asian Games Live: ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগে ভারতের লিনেশা হিটে ১৮তম

মহিলাদের সাঁতারে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগে ভারতের লিনেশা হিটে ব্যর্থ। ১:১৫.৬০ সেকেন্ড সময় করে শেষ করলেন ১৮ নম্বরে।

Asian Games Live Updates: ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে নামবেন মানু ও এষা

২৫ মিটার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে নামবেন মানু ও এষা। বুধবার ভারতীয় সময় বেলা বারোটায় শুরু হবে ফাইনাল।

Asian Games Live: মহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা ভারতের

মহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা ভারতের। মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাংওয়ানের ত্রয়ী গর্বের মুহূর্ত উপহার দিলেন দেশবাসীকে।

Asian Games Live: মহিলাদের ৫০ মিটার থ্রি পোজিশনস রাইফেলে রুপো
এশিয়ান গেমসে মহিলাদের ৫০ মিটার থ্রি পোজিশনস রাইফেলে রুপো জিতল ভারত। ভারতের ত্রয়ী সিফট কৌর সামরা, আশি চোক্সি ও মানিনি কৌশিক মোট ১৭৬৪ পয়েন্ট নিয়ে রুপো জিতলেন। সোনা জিতেছে চীন।

প্রেক্ষাপট

হাংঝাউ: এশিয়ান গেমসের (Asian Games 2023) তৃতীয় দিনের শেষে পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। তাদের ঝুলিতে রয়েছে মোট ১২টি পদক। ৩টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ এখনও পর্যন্ত জিতেছে ভারত। মঙ্গলবার সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিংহ, হৃদয় বিপুল চেদ্দা ও অনুশ অগ্রবালের ইকুয়েস্ট্রিয়ান (Equestrian) দল ইতিহাস গড়ল। ৪১ বছর পর জিতল সোনা। এশিয়ান গেমসে (Asian Games 2023) ড্রেসেজ টিম ইভেন্টে তৃতীয় সোনা জিতল ভারত। 


উল্লেখ্য, অলিম্পিক্সে কাউন্সিল অফ এশিয়ার ৪৫টি দেশের মোট ১২ হাজার অ্যাথলিট এশিয়ান গেমসে অংশ নিয়েছেন। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মোট ৪৮১টি ইভেন্ট আয়োজিত হবে এশিয়ান গেমসে। 


চিনে আয়োজিত ১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনে ভারতকে প্রথম পদক এনে দেন নেহা ঠাকুর (Neha Thakur)। ১১টি রেসের পর হিলাদের ডিংহি আইএলসিএ৪ সেলিংয়ে রুপো জিতে নিল নেহা। গোটা প্রতিযোগিতা জুড়েই সে ধারাবাহিকাভাবে পারফর্ম করেছে। সেই ধারাবাহিকতারই সুফলস্বরূপ পোডিয়ামে শেষ করল তরুণী।


১১টি রেসের পর মোট ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ১৭ বছর বয়সি ভারতীয় সেলার। তাইল্যান্ডের নোপ্পাসোরন খুনবুনজান শীর্ষে শেষ করে সোনা জেতে। অপরদিকে, ২৮ পয়েন্ট পাওয়া সিঙ্গাপুরের কেইরা মারি তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক জিতে নেন। 


তবে শাও ইয়াকির বিরুদ্ধে হেরে এশিয়ান গেমসের সফর শেষ হল ভবানী দেবীর। গত বারের রুপোজয়ীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ৭-১৫ স্কোরলাইনে হারলেন ভারতীয় তারকা। এই ম্যাচের আগে দুরন্ত ছন্দে ছিসলেন ভবানী দেবী। নাগাড়ে ছয়টি ম্যাচ জিতেছিলেন তিনি। ভবানী গ্রুপ পর্বে পাঁচটির মধ্যে পাঁচটি ম্যাচেই জয় পান। নক আউট পর্বে শীর্ষ বাছাই হওয়ায় বাই পেয়ে সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ফেন্সার। তবে এখানেই শেষ হল তাঁর সফর।


প্রায় অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছেন এশিয়ান গেমসের স্বেচ্ছাসেবকরা (Volunteers)। ১০ হাজার দর্শকাসনের স্টেডিয়াম ফাঁকা হওয়ার পর যে একাধিক ময়লার স্তূপ জড়ো হয়েছিল, সারারাত ধরে তা ঘেঁটে মোবাইল ফোনটি উদ্ধার করেছে তাঁরা। হংকংয়ের ১২ বছরের দাবা খেলোয়াড় যিনি সুইচড অফ অবস্থায় ফোনটি হারিয়েছিলেন, কার্যত আশাহত হয়ে পড়ার পরও ফের মোবাইল ফিরে পেয়ে আনন্দে আত্মহারা। ফোন হারানোর ২৪ ঘণ্টার মধ্যে বফোন ফিরে পেলেন লিউ টিয়ান-ই।


এশিয়ান গেমসের সোশাল সাইটে গোটা ঘটনাটির উল্লেখ করা হয়েছে। সাধুবাত জানানো হয়েছে প্রতিযোগিতার স্বেচ্ছাসেবকদের। যেভাবে প্রকাণ্ড স্টেডিয়াম ফাঁকা হওয়ার পর জড়ো হওয়া ময়লার স্তূপের প্রত্যেকটি ব্যাগ আলাদা আলাদ করে ধৈর্য্য ধরে একে একে দেখেছেন স্বেচ্ছাসেবকরা, তাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। প্রসঙ্গত, চিনের হাংঝাউতে এই মূহূর্তে চলছে ১৯ তম এশিয়ান গেমস।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.