Asian Games Live Updates: শ্যুটিংয়ে সোনা, ইকুয়েস্ট্রিয়ানে ব্রোঞ্জ, পদক তালিকায় পাঁচে উঠে দিন শেষ করল ভারত

Asian Games 2023 Live Updates: এশিয়ান গেমসের ষষ্ঠ দিন কেমন পারফর্ম করছেন ভারতীয় অ্যাথলিটরা?

ABP Ananda Last Updated: 28 Sep 2023 08:11 PM
Asian Games 2023 Live: ভারতীয় পুরুষ হকি দলের জয়ের ধারা অব্য়াহত

পুল 'এ'-তে শীর্ষে থাকা দুই দল আজ একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে জাপানকে ৪-২ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে নিজেদের দখল অব্যাহত রাখলেন হরমনপ্রীত সিংহরা।

Asian Games 2023 Updates: ছেত্রীদের সফর শেষ

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও, শেষরক্ষা হল না। সৌদি আরবের বিরুদ্ধে ০-২ গোলে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন সুনীল ছেত্রীরা।

Asian Games 2023 Live: গোলশূন্য ভারত-সৌদি আরবের ম্যাচ

প্রথমার্ধে ভারতীয় দলের দুর্দান্ত ডিফেন্সের সাক্ষী থাকলেন সকলে। রক্ষণভাগে অনবদ্য পারফরম্যান্সে ভর করেই সৌদি আরবের বিরুদ্ধে গোলশূন্য অবস্থাতেই প্রথমার্ধ শেষ করল ভারতীয় ফুটবল দল।

Asian Games 2023 Updates: বোপান্নাদের পদক নিশ্চিত

রোহন বোপান্না ডাবলসে চূড়ান্ত ব্যর্থ হয়ে আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু মিক্সড ডাবলসে পদক নিশ্চিত করলেন রোহন ও রুতুজা ভোশলে। কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-৩ স্কোরলাইনে স্ট্রেট সেটে ম্যাচ জিতলেন বোপান্নারা।

Asian Games 2023 Live: সুনীলদের লড়াই শুরু

কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারানো সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় ফুটবল দল। বিগত তিন ম্যাচের মতো এই ম্যাচেও শুরু থেকেই মাঠে নেমেছেন সুনীল ছেত্রী।

Asian Games 2023 Updates: প্রি-কোয়ার্টারে সাথিয়ানও

শরৎ কমলের পর সাথিয়ান জ্ঞানসেকরনও টেবিল টেনিস সিঙ্গেলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। দুই ভারতীয় শাটলারই ৪-০ নিজেদের ম্যাচ সহজেই জিতে নেন।

Asian Games 2023 Live : রামানাথনদের পদক নিশ্চিত

টেনিস ডাবলসে রামকুমার রামানাথন ও সাকেত মায়নেনির ভারতীয় জুটির পদক নিশ্চিত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাই ব্রেকারে অনবদ্য পারফর্ম করে ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় টেনিস জুটি। দক্ষিণ কোরিয়ার হং ও কোয়ানের জুটিকে ৬-১, ৬-৭ ও ১০-০ স্কোরে হারালেন রামানাথনারা। ফাইনালে পৌঁছনোয় ভারতীয় জুটির রুপোর পদক নিশ্চিত। ফাইনালে ইসারো প্রুছায়া ও জোনাস ম্যাক্সিমাস পারাপুলের মুখোমুখি হবেন রামানাথনরা।  

Asian Games 2023 Live Updates : পুরুষদের সিঙ্গলসে রাউন্ড ১৬-তে শরৎ কমল

টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অফ ১৬-এ পৌঁছলেন শরৎ কমল। স্ট্রেট সেটে মলদ্বীপের প্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দেন তিনি। 

Asian Games 2023 Live : বাংলার ছেলে অনুশের ব্রোঞ্জ

ইতিহাস তৈরি করলেন বাংলার ছেলে অনুশ আগারওয়ালা। ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত ড্রেসেজ বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি। এর আগে দলগত বিভাগে দেশকে সোনা এসে দিয়েছিলেন বালিগঞ্জের বাসিন্দা অনুশ।

Asian Games 2023 Live Updates : রাউন্ড অফ ১৬-তে বাংলার দুই টেবিল টেনিস খেলোয়ড়া সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়

 রাউন্ড অফ ১৬-তে বাংলার দুই টেবিল টেনিস খেলোয়ড়া সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। কাজাখস্থানের প্রতিপক্ষকে ৩-০ গেমের ব্যবধানে হারিয়ে টেবিল টেনিসে পদকের লক্ষ্যে এগোলেন তাঁরা। 

Asian Games 2023 Live : টেবিল টেনিসে মহিলাদের ডাবলসের শেষ ষোলোয় শ্রীজা আকুলা ও দিয়া চিতালে।

টেবিল টেনিসে মহিলাদের ডাবলসের শেষ ষোলোয় পৌঁছে গেলেন শ্রীজা আকুলা ও দিয়া চিতালে। ভিয়েতনামের প্রতিপক্ষকে ৩-০ গেমে হারালেন তাঁরা।  

Asian Games 2023 Live Updates : পদকের আশা শেষ প্রণতির

পদকের দৌড় থেকে ছিটকে গেলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক। মহিলাদের ভল্টে শেষ পর্যন্ত প্রণতি শেষ করলেন ৮ নম্বরে। 

Asian Games 2023 Live : চলছে ইকুয়েস্ট্রিশানের ব্যক্তিগত ইভেন্ট, নজরে অনুশের পারফরম্যান্স

চলছে ইকুয়েস্ট্রিশান ব্যক্তিগত ইভেন্ট, নজরে অনুশ আগারওয়ালার পারফরম্যান্স। বাংলার যে ছেলের পারফরম্যান্সের সুবাদে দলগত বিভাগে এসেছিল সোনা।

Asian Games 2023 Live Updates : মহিলাদের ৫৭-৬০ কেজি বক্সিং বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের জ্যাসমিন

 


মহিলাদের ৫৭-৬০ কেজি বক্সিং বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের জ্যাসমিন। হারালেন হাদেল গাজান আসৌরকে।

Asian Games 2023 Live : স্কোয়াশে মহিলাদের দলগত বিভাগে হার ভারতের

স্কোয়াশে মহিলাদের দলগত বিভাগে হার ভারতের। ০-৩ গেমের ব্যবধানে মালয়েশিয়ার কাছে হারল ভারত।


 


 

Asian Games 2023 Live Updates : সাঁতারের ৪ x ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলের ফাইনালে ভারতীয় মহিলা দল

সাঁতারের ৪ x ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলের ফাইনালে ভারতীয় মহিলা দল।

Asian Games 2023 Live : পুরুষদের ডাবলসের শেষ ষোলোয় শরৎ কমল ও জি সাথিয়ান

পুরুষদের ডাবলসের শেষ ষোলোয় শরৎ কমল ও জি সাথিয়ান। মঙ্গোলিয়াকে ৩-০ গেমে হারাল ভারতীয় দল।


 


 

Asian Games 2023 Live Updates : টেবিল টেনিসে ব্যক্তিগত বিভাগের শেষ ষোলোতে মনিকা বাত্রা

মিক্সড ডাবলসে হারলেও টেবিল টেনিসের ব্যক্তিগত বিভাগে জিতলেন মনিকা বাত্রা। নেপালে নবিতা শ্রেষ্টাকে ৪-০ গেমের ব্যবধানে হারিয়ে মহিলাদের ব্যক্তিগত বিভাগের শেষ ষোলোয় পৌঁছলেন মনিকা।

Asian Games 2023 Live : সাঁতারের ৪ x ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলের ফাইনালে ভারতীয় পুরুষ দল
সাঁতারের ৪ x ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলের ফাইনালে ভারতীয় পুরুষ দল। তানিশ জর্জ, বিশাল গ্রেওয়াল, আনন্দ অনিলকুমার শৈলজা ও শ্রীহরি নটরাজের জুটি আজ সন্ধেয় নামবে ফাইনাল।
Asian Games 2023 Live Updates : এশিয়ান গেমসের পদকতালিকায় এই মুহূর্তে ৫ নম্বরে উঠে এসেছে ভারত

চলতি এশিয়ান গেমসে ৬ টি সোনা, ৮ টি রুপো এবং ১০ টি ব্রোঞ্জ জিতে ভারতের ঝুলিতে মোট ২৪টি পদক। যার জেরে এই মুহূর্তে এশিয়ান গেমসের পদকতালিকায় (Asian Games Medal Tally) এই মুহূর্তে ৫ নম্বরে উঠে এসেছে ভারত।

Asian Games 2023 Live Updates : এশিয়ান গেমসের পদকতালিকায় এই মুহূর্তে ৫ নম্বরে উঠে এসেছে ভারত।

চলতি এশিয়ান গেমসে ৬ টি সোনা, ৮ টি রুপো এবং ১০ টি ব্রোঞ্জ জিতে ভারতের ঝুলিতে মোট ২৪টি পদক। যার জেরে এই মুহূর্তে এশিয়ান গেমসের পদকতালিকায় (Asian Games Medal Tally) এই মুহূর্তে ৫ নম্বরে উঠে এসেছে ভারত।

Asian Games 2023 Live Updates : টেবিল টেনিসের মিক্সড ডাবলসে বিদায় শ্রীজা-হরমিত জুটিরও

টেবিল টেনিসের মিক্সড ডাবলসে বিদায় শ্রীজা-হরমিত জুটিরও। থাইল্যান্ডের প্রতিপক্ষের কাছে হার মানলেন তাঁরা। 

Asian Games : টেবিল টেনিসের মিক্সড ডাবলসে রাউন্ড অফ ১৬-এ হার সাথীয়ান-মনিকার

টেবিল টেনিসের মিক্সড ডাবলসে রাউন্ড অফ ১৬-এ হেরে গেলেন ভারতীয় জুটি  জি সাথীয়ান-মনিকা বাত্রা। ২-৩ গেমের ব্যবধানে হেরে শেষ হল তাঁদের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর আশা।

Asian Games 2023 Live Updates : মহিলাদের ব্যাডমিন্টনের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারত
মহিলাদের ব্যাডমিন্টনের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত। পিভি সিন্ধুকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন ২১-২, ২১-৩ ব্যবধানে, অনুপমা উপাধ্যায় ও খুলানগো বাটারও জেতায় ৩-০ ব্যবধানে জিতেই শেষ আঠে গেল ভারত।
Asian Games Live Update: শুটিংয়ে ফের সোনা ভারতের

শুটিংয়ে ফের সোনা ভারতের। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে দেশকে সোনা এনে দিলেন সরাবজোৎ সিংহ, অর্জুন সিংহ চেনা ও শিব নারওয়াল। 

Asian Games 2023 Live Updates : উশুতে রুপো ভারতের

 উশুতে রুপো ভারতের। মণিপুরের রোসিবিনা দেবী মহিলাদের ৬০ কেজি সান্ডা বিভাগে জিতলেন রুপো।  

প্রেক্ষাপট

হাংঝাউ : ৫ সোনা, ৮ রুপো ও ১০ ব্রোঞ্জ। ঝুলিতে মোট ২৩ পদক। এশিয়ান গেমসের (Asian Games 2023) পদকতালিকায় এই মুহূর্তে সাত নম্বরে ভারতের। চিনের মাটিতে দুরন্তভাবে এগিয়ে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। 


হ্যাংঝাউ এশিয়ান গেমসে ভারতীয় শ্যুটারদের (Indian Shooters) জয়-জয়কার।মহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা জয় মনু ভাকর, এষা সিং ও রিদম সাঙওয়ানের। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের সিঙ্গলস ফাইনালে সোনা জিতলেন শিফট কৌর সামারাও। ৪৬৯.৬ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন তিনি। 


অন্যদিকে, টেনিসে (Tennis) পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন রামকুমার রামানাথন ও সাকেত মিনেনি। উশুর ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন রোশিবিনা দেবীও। এদিকে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দেশকে ক্রিকেটে সোনা জিতিয়ে এদিন ঘরে ফিরলেন সোনার মেয়ে তিতাস সাধু। চুঁচুড়ায় ঘরের মেয়েকে ঘিরে উচ্ছ্বাস, আবেগের সুনামি। ভারতের হাতে সোনা এখন ৫ টি। বৃহস্পতিবার সংখ্যাটা আরও বাড়ানোর লক্ষ্যেই নেমেছেন অ্যাথলিটরা। 


এদিকে, পুরুষদের হকি দল বিশাল জয় ছিনিয়ে নিয়েছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে। এবার মেয়েদের দলও দুর্দান্ত জয় ছিনিয়ে নিল।ভারতীয় মহিলা হকি দল ১৩-০ গোলে হারিয়ে দিল সিঙ্গাপুরকে।  খেলার ৬ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল পায়নি ভারত। বন্দনা ও উদিতার সম্মিলিত প্রয়াসে গোল পেয়ে যায় ভারত। ঠিক ২ মিনিটের মাথায় ফের গোল পেয়ে যায় ভারত। এবার সুশীলা গোল করেন ভারতের হয়ে। খেলার ১১ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত। দীপিকা গোল করেন ভারতের হয়ে। ১৪ ও ১৫ মিনিটের মাথায় গোল করেন নভনীত। ১৭ মিনিটের মাথায় গ্রেস এক্কা গোল করেন ভারতের হয়। এটি ছিল ভারতের ৬ নম্বর গোল। ১৯ মিনিটের মাথায় সোনিকার স্টিক থেকে আসে সপ্তম গোলটি। এরপর ২৩, ৪৭ ও ৫৩ মিনিটের মাথায় গোল করে হ্যাটট্রিক করেন সঙ্গীতা। এছাড়া মনিকা, বন্দনা ও সেলিমাও গোল করেন ম্যাচে। 


এশিয়ান গেমসে ভাঙল যুবরাজের ১৬ বছরের রেকর্ড। মাত্র ৯ বলে অর্ধশতরান টি-২০ তে দ্রুততম অর্ধশতরান করলেন নেপালের দীপেন্দ্র সিং আইরি। 


উল্লেখ্য, অলিম্পিক্সে কাউন্সিল অফ এশিয়ার ৪৫টি দেশের মোট ১২ হাজার অ্যাথলিট এশিয়ান গেমসে অংশ নিয়েছেন। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মোট ৪৮১টি ইভেন্ট আয়োজিত হবে এশিয়ান গেমসে।                    

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.