হাংঝৌ: দুরন্ত লড়াই করেও সোনা হাতছাড়া করলেন সৌরভ ঘোষাল (Saurav Ghosal)। স্কোয়াশে পুরুষদের সিঙ্গেলসে ব্রোঞ্জ পদক জিতলেন বাংলার ছেলে। তবে সোনা হাতছাড়া করেও ইতিহাস গড়লেন ৩৭-র সৌরভ। ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) রুপো মিলিয়ে ব্যক্তিগত বিভাগে নাগাড়ে পঞ্চম এশিয়ান গেমস পদক জিতলেন সৌরভ। নাগাড়ে সিঙ্গেলসে এতগুলি পদকজয়ের কৃতিত্ব আর কোনও ভারতীয় স্কোয়াশ তারকার নেই। 


বয়স ৩৭ পার করলেও, সৌরভ এই এশিয়ান গেমসেই প্রমাণ করে দিয়েছেন, কেন তিনি এখনও দেশের সেরা স্কোয়াশ খেলোয়াড়দের অন্যতম। সিঙ্গেলসে স্বর্ণপদকের ম্যাচে হারলেও, তিনি নিজের পারফরম্যান্সে সকলেরই মন জিতলেন। সব মিলিয়ে এটি সৌরভের নবম এশিয়ান গেমস মেডেল। পুরুষদের সিঙ্গেলসে এই নিয়ে দ্বিতীয় রুপো জিতলেন সৌরভ। ২০১৪ সালেও তাঁর ঝুলিতে রুপো এসেছিল।


 






 


প্রথমবার ব্যক্তিগত বিভাগে সোনা জেতার হাতছানি ছিল সৌরভের সামনে। তবে লড়াই করেও মালয়েশিয়ার এনজি ইয়ানের বিরুদ্ধে ১-৩ হারতে হল ভারতীয় তারকা স্কোয়াশ খেলোয়াড়কে। এটি চলতি এশিয়ান গেমসে ভারতের ৮৫তম পদক। অবশ্য ব্যক্তিগত বিভাগে সৌরভ সোনা হাতছাড়া করলেও, ইতিমধ্যেই কিন্তু ভারতের ঝুলিতে আজ স্কোয়াশ থেকে স্বর্ণপদক এসেছে। স্কোয়াশের মিক্সড ডাবলসে দেশের হয়ে সোনা জিতলেন দীপিকা পাল্লিকাল ও হারিন্দরপল সিংহ সান্ধুর জুটি। 


ভারতীয় জুটি মালয়েশিয়ার জুটির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়। দীপিকারা ম্য়াচ জেতেন ১১-১০, ১১-১০ ব্যবধানে। প্রায় এক ঘণ্টা ৩০ মিনিটের লড়াই শেষে সোনা হাসিল করে নেয় ভারতীয় স্কোয়াশের মিক্সড ডাবলস এই জুটি। প্রথম গেমে এগিয়ে থেকেই শুরু করে শেষ পর্যন্ত পুরো গেমটিই জিতে নেয় হারিন্দররা। এরপর দ্বিতীয় গেমে একসময় ছয় পয়েন্ট লিড করছিল ভারতীয় জুটি। তবে সেখান থেকেই ১০-৯ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়ার জুটি। কিন্তু ভারতের ২ স্কোয়াশ তারকা সেখান থেকেই ম্য়াচ ঘুরিয়ে নিজেদের দখলে করে নেয় দুই পয়েন্ট। একই সঙ্গে সোনাও নিশ্চিত করেন তাঁরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মহিলাদের পর পুরুষদের দলগত তিরন্দাজিতেও সোনা এল ভারতের ঝুলিতে