হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) ভারতীয় স্কোয়াশ (Squash) তারকাদের জয়জয়কার। বাংলার ছেলে, অভিজ্ঞ সৌরভ ঘোষাল (Saurav Ghosal) দাপুটে পারফরম্যান্সে পুরুষদের সিঙ্গেলসের সেমিফাইনালে পৌঁছলেন। অপরদিকে, অনাহত সিংহ (Anahat Singh) এবং অভয় সিংহের (Abhay Singh) মিক্সড ডাবলস জুটিও প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে গেলেন।


জাপানের রায়নোসুকে সুকুয়িকে স্ট্রেট গেমে হারিয়ে দিলেন ৩৭ বছর বয়সি সৌরভ ঘোষাল। ৪৫ মিনিটের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখালেন সৌরভ। প্রতিপক্ষকে লড়াই করার কার্যত তেমন কোনও সুযোগই দেননি তিনি। ম্যাচের স্কোরলাইন সৌরভের পক্ষে ১১-৫, ১২-১০, ১১-৩। ম্যাচের শুরুতেই প্রথম গেমে তিন পয়েন্টের লিড নিয়ে নিতে সক্ষম হন সৌরভ। বিশ্বের ৬১ নম্বর স্কোয়াশ তারকা তাঁর বিরুদ্ধে এই গেমে তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।


তবে দ্বিতীয় গেমে সুকুয়ি ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালান। দুইবার সেট পয়েন্টও বাঁচান জাপানের স্কোয়াশ তারকা। তবে সৌরভ এক্ষেত্রেও জয়লাভ করেন। দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় গেমেও এমনটাই দেখার প্রত্যাশায় ছিলেন অনেকে। তবে একেবারেই তেমনটা হল না। কার্যত একপেশেভাবে দাপট দেখিয়ে ভারতীয় তারকা গেম ও ম্যাচ জিতে নেন। এই জয়ের সুবাদে সৌরভ ঘোষাল এশিয়ান গেমসে নিজের নবম পদক নিশ্চিত করে ফেললেন।


 





  


অপরদিকে কোরিয়া প্রজাতন্ত্রের প্রতিপক্ষকে হারালেন অনাহত, অভয়। কোরিয়ান স্কোয়াশ তারকারা লড়াই করলেও, তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। ভারতীয় জুটি ম্যাচের শুরুটাই দুরন্ত ছন্দে করে। মুহূর্তের মধ্যেই ১১-৪ স্কোরলাইনে প্রথম গেম জিতে নেন তাঁরা। তবে তারপর দ্বিতীয় গেমে কোরিয়ান জুটি দুরন্ত কামব্যাক করে। সেয়ানে সেয়ানে টক্কর চলে। শেষমেশ ৮-১১ স্কোরলাইনে দ্বিতীয় গেম খোয়ান অনাহত ও অভয়ের জুটি। তবে দ্বিতীয় গেম হারলেও, তৃতীয় গেমে কোরিয়ানদের ম্যাচে ফেরার কার্যত কোনও সুযোগই দেয়নি ভারতীয় জুটি। ১১-১ স্কোরলাইনে তৃতীয় গেম ও ম্যাচ জিতে নেন তাঁরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: পারুলের সাফল্যের ধারা অব্যাহত, ভারতকে দিনের প্রথম সোনা এনে দিলেন তারকা অ্যাথলিট