হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) অবিনাশ সাবলে ভারতকে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জেতার পর পরই অ্যাথলেটিক্সে দ্বিতীয় সোনা এল ভারতের ঘরে। দীর্ঘ অপেক্ষার পরে এসেছিল প্রথম সোনা। তবে ভারতের ঘরে অ্যাথলেটিক্স থেকে দ্বিতীয় সোনা ঘরে আসতে সময় লাগল মাত্র কয়েক মিনিট। গত বারের চ্যাম্পিয়ন তাজিন্দরপাল সিংহ তুর (Tajinderpal Singh Toor) শট পাটে নিজের ষষ্ঠ ও শেষ প্রয়াসে ২০.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতে নিলেন। এটি চলতি গেমসে ভারতের ১৩তম স্বর্ণপদক।


হতাশ করলেন সাহিব, রেকর্ড তাজিন্দরের 


সৌদি আরবের মহামেদ দাউদাকে হারিয়ে তাজিন্দরপাল সোনা জিতলেন। সৌদির অ্যাথলিট দাউদ তাজিন্দরের ষষ্ঠ প্রয়াসের আগে পর্যন্ত লিডেই ছিলেন। তিনি নিজের চতুর্থ প্রয়াসে ২০.১৮ মিটার দূরত্বে থ্রো করেছিলেন। তবে ষষ্ঠ প্রয়াসেই তাঁকে পিছনে ফেলে দেন ভারতীয় অ্যাথলিট। আরেক ভারতীয় সাহিব সিংহও পদকের দৌড়ে ছিলেন বটে, তবে তিনি শেষমেশ হতাশই করলেন। ১৮.৬২ মিটার থ্রো করে অষ্টম স্থানে শেষ করেন সাহিব। 


 






 


বিগত দুই বছর ধরেই তাজিন্দরপাল একের পর এক দুরন্ত পারফরম্যান্স করে এসেছেন। এশিয়ান গেমসেও তাঁর সাফল্যের ধারা অব্যাহত রইল। ২০১৮ সালে তাঁর ২০.৭৫ মিটার থ্রো এশিয়াডে সেরা। তিনি ফের একবার ২১.৭৭ মিটার থ্রোয়ে নতুন ইতিহাস গড়লেন।


রেকর্ড গড়ে সোনা জয়


তার আগেই এশিয়ান রেকর্ড সময়, ৮:১৯:৫৩ নিজের ইভেন্ট শেষ করেন ভারতীয় অ্যাথলিট। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইরানের কেয়াহানি হোসেন। তাঁর সময় ছিল ৮:২২:৭৯। 


কমনওয়েলথ গেমসে অবিনাশই স্টিপলচেজ়ে প্রথম ভারতীয় হিসাবে দেশকে পদক এনে দিয়েছিলেন। এশিয়ান গেমসেও তিনি প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে সাফল্য পেলেন। দৌড়ের শুরুতেই লিড নিতে সক্ষম হন সাবলে এবং প্রতিটি ল্যাপের সঙ্গে সঙ্গে তাঁর লিডের ব্যবধানও বাড়তে থাকে। বাকিরা তাঁকে তেমনভাবে কার্যত চ্যালঞ্জই জানাতে পারলেন না। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial