হায়দরাবাদ: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুটো ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ঠিম ইন্ডিয়া (Indian Cricket Team)। আজ শনিবার তৃতীয় টি-টোয়েন্টি (T20 Series) ম্য়াচে খেলতে নামবে ২ দল। ভারতের জন্য এই ম্য়াচে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লড়াই। অন্যদিকে বাংলাদেশের কাছে এই লড়াই সম্মানরক্ষার। তৃতীয় ম্য়াচে জিতে সিরিজে এক ম্য়াচে জয় ছিনিয়ে নিতে মরিয়া থাকবে টাইগার বাহিনী।
তবে নিয়মরক্ষার ম্য়াচে ভারতীয় একাদশে বদল হতে পারে। সেক্ষেত্রে ভারতীয় পেস বোলিং বিভাগে নতুন মুখ দেখা যেতে পারে। আগের দুটো ম্য়াচে রিজার্ভ বেঞ্চে ছিলেন রবি বিষ্ণোই, তিলক ভার্মা, জিতেশ শর্মা, হর্ষিত রানা। তৃতীয় টি-টােয়েন্টি ম্য়াচে ভারতীয় দলের দেখা যেতে পারে হর্ষিত রানাকে। চলতি সিরিজেই ময়ঙ্ক যাদবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। অভিষেক ওভারেই মেডেন দিয়েছিলেন তরুণ পেসার। আজ হর্ষিতকে সুযোগ দেওয়া হতে পারে ময়ঙ্ককে বসিয়েই। এছাড়াও আরও দুটো বদল হতে পারে ভারতীয় একাদশেষ সেক্ষেত্রে সঞ্জু স্যামসনকে বসিয়ে সুযোগ দেওয়া হতে পারে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলা উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মাকে।
স্পিন বোলিং বিভাগেও একটি পরিবর্তন করা হতে পারে। রবি বিষ্ণোইকে এই সিরিজে একটি ম্য়াচেও খেলানো হয়নি। তাঁর বদলে সুযোগ পেয়েছিলেন ৩ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো বরুণ চক্রবর্তী। শনিবার শেষ টি-টােয়েন্টিতে বরুণের বদলি হিসেবে রবিকে খেলানো হতে পারে।
দিল্লিতে দ্বিতীয় ম্য়াচে পাওয়ার প্লে-তে ৩ উইকেট খোয়ালেও বাংলাদেশের বিরুদ্ধে কুড়ির ফর্ম্য়াটের ইতিহাসে সর্বাধিক রান বোর্ডে তুলেছিল টিম ইন্ডিয়া। নীতিশ ও রিঙ্কুর ১০৮ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। যা ভারতীয় দলের বোর্ডে ২২২ রান তুলতে সাহায্য করেছিল। নিজের দ্বিতীয় টি -টোয়েন্টিতে ৩৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে ও ২ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হয়েছিলেন নীতিশ রেড্ডি। রিঙ্কুও ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে।
এদিকে, শুক্রবারই নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের যে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে তার জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ শামি। শামি সুযোগ না পেলেও রিজার্ভ হিসাবে রাখা হল তিনজন পেসারকে। তাঁরা হলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নজরকাড়া পেসার হর্ষিত রানা, ময়ঙ্ক যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণ। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত ইনিংস খেলা নীতীশ কুমার রেড্ডিকেও টেস্ট দলের রিজার্ভ ক্রিকেটার হিসাবে রাখা হয়েছে।