দুবাই: ক্রিকেট এর থেকে ভাল উপহার হয়ত কোনওদিনই দিতে পারত না আসিফ আলিকে। ২০১৯ বিশ্বকাপের আগে নিজের মেয়েকে হারিয়েছিলেন। এরপর বিশ্বকাপে পাকিস্তানের হয়ে মাঠে নামলেও চূড়ান্ত ব্যর্থ। দল থেকে বাদ পড়েন। এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ করেই স্কোয়াডে ঢুকে পড়েছিলেন। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে নামতে পারেননি। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তিনিই নায়ক। তিনি আসিফ আলি গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৪টে ছক্কা হাঁকিয়ে ম্যাচে জয় এনে দিলেন পাকিস্তানকে। 


তবে জয়ের পরই আসিফের সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৭ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলে মাঠ ছাড়ার সময় ব্য়াটটি বন্দুকের মতো করে ধরে প্যাভিলিয়নের দিকে দেখান আসিফ। যদিও এই ধরনের সেলিব্রেশন এই প্রথম নয়। এর আগে ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়পুরে শতরান পাওয়ার পর ধোনি এমনই গান-শট সেলিব্রেশন করেছিলেন। শুক্রবার আসিফ আলির শতরানের পর সেলিব্রেশনকে ধোনির সেই সেলিব্রেশনের সঙ্গে তুলনা করেন অনেকেই।  


 






ভারত, নিউজিল্যান্ডজের পর এবার আফগানিস্তান। টি২০ বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জিতে সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা করে ফেলল পাকিস্তান। পাক টিম কতটা ছন্দে সেটা বোঝা যায় এই ম্যাচে তাদের জয়ের ছন্দেই। রান তাড়া করতে নেমে করিম জানাটের ১৯ তম ওভারে ৪টে বিশাল ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের দাপুটে জয় নিশ্চিত করলেন ম্যাচ সেরা আসিফ আলি। মাত্র ৭ বলে ৪টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান তাঁর। যার সুবাদে পাকিস্তান বিশ্বকাপের গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারাল ৫ উইকেটে। আর টানা তৃতীয় জয়ের সুবাদে সেমিফাইনালের রাস্তা কার্যত পাকা করে ফেলল বাবর বাহিনী।


আরও পড়ুন: নতুন মরসুমে দিল্লি ক্য়াপিটালসকে বিদায় জানাচ্ছেন শ্রেয়স?