বেঙ্গালুরু: নির্দেশিকা জানা সত্ত্বেও নিয়ম লঙ্ঘন করেছেন রবিচন্দ্রন অশ্বিন। যার ফলে বড় জরিমানার মুখে ভারতের এই তারকা অলরাউন্ডার। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে বিসিসিআই লোগো দেওয়া হেলমেট ব্যবহার করতে পারবেন না। যদি সেই হেলমেটই ব্যবহার করতে হয়, তাহলে ঢাকতে হবে বিসিসিআইয়ের লোগো। বিজয় হজারে ট্রফির ফাইনালে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই নিয়ম অমান্য করেছেন অশ্বিন। কেএল রাহুল যেমন অন্য হেলমেট ব্যবহার করেছেন। লোগো ঢেকে ব্যাট করতে দেখা গিয়েছে ময়াঙ্ক অগ্রবালকেও। তবে ব্যাটিং করার সময় অশ্বিন বিসিসিআই লোগো লাগানো হেলমেট পরে ব্যাটিং করায় তাঁর জরিমানা হতে পারে। ম্যাচ রেফারি চাইলেই তাঁকে জরিমানা করতে পারেন।


এক আধিকারিকের কথায়, “পোশাক বিধির ক্ষেত্রে স্পষ্ট করে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। বিসিসিআই লোগো দেওয়া কোনও কিছু ব্যবহার করতে হলে সেই লোগো ঢেকে মাঠে নামতে হবে। ক্রিকেটার এবং আম্পায়ারদেরকে স্পষ্ট করে এই নিয়মের কথা বলা রয়েছে। এরপরও কেউ সেই নীতি লঙ্ঘন করলে ম্যাচ রেফারি অভিযুক্তকে জরিমানা করতে পারেন।”