মহেন্দ্র সিংহ ধোনি আরও একবার বুঝিয়ে দিলেন, কেন তাঁকে ফিনিসার বলা হয়। প্রথমে ব্যাট করে এবি ডিভিলিয়ার্স (৮৬) এবং কুইন্টন ডি কক (৫৩)-এর ব্যাটে ভর করে বেঙ্গালুরু ২০৬ রানের বিশাল লক্ষ্য সামনে রাখে। কিন্তু দুই বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।
লক্ষ্য তাড়া করতে নেমে ৭৪ রানে চার উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। কিন্তু অধিনায়ক ধোনি ব্যাট করতে এসে দলের ইনিংসের হাল ধরেনষ কঠিন পরিস্থিতিতে দায়িত্বের সঙ্গে ব্যাট করে ধোনি-রায়াডু জুটি। তাঁদের জুটিতে ১০১ রান যোগ হয়।
ম্যাচের শেষ ওভারে পরিস্থিতি এমন ছিল যে যেকোনও দলই ম্যাচ জিততে পারত। কিন্তু ধোনি ও ডোয়েন ব্র্যাভোর দাপটে বেঙ্গালুরু জয়ের আশা বিলীন হয়ে যায়। ওই ওভারে জিততে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৬ রানের।
শেষ ওভারে কোরি আন্ডারসনের প্রথম বলটায় সেভাবে খেলতে না পারলেও বল ব্র্যাভোর ব্যাটে লেগে উইকেটের পিছন দিক দিয়ে বাউন্ডারিতে চলে যায়।
দ্বিতীয় বলে ছক্কা হাঁকান ব্র্যাভো।
তৃতীয় বলে ১ রান নিয়ে স্ট্রাইক ধোনিকে দেন ব্র্যাভো। জয়ের জন্য তিন বলে পাঁচ রানের প্রয়োজন। এই অবস্থায় ধোনি চেনা মেজাজে ধোনি ওভার বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন।
ধোনি ৩৪ বলের ইনিংসে সাত ছক্কা ও একটি বাউন্ডারি মারেন।