রিও ডি জেনেইরো: ব্যর্থ হয়ে গেল অতনু দাসের দুরন্ত লড়াই। তিরন্দাজির প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার লি সিউং ইয়ুনের সঙ্গে সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা করেও অল্পের জন্য হেরে গেলেন অতনু। তাঁর হারের ফলে এবারের অলিম্পিকে তিরন্দাজিতে ভারতের আশা শেষ হয়ে গেল।

 

বৃষ্টির মধ্যে কোরিয়ার চ্যাম্পিয়ন তিরন্দাজের সঙ্গে প্রথম থেকেই পাল্লা দিচ্ছিলেন অতনু। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২৮-৩০ ফলে প্রথম সেট হেরে যান তিনি। যদিও দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন বাংলার এই তিরন্দাজ। তৃতীয় সেট ড্র হয়। চতুর্থ সেটে হেরে যান অতনু। পঞ্চম সেট ড্র হয়। ফলে হার মানতে হয় অতনুকে। তবে হেরে গেলেও তাঁর লড়াই স্মরণীয় হয়ে থাকবে।