রিও ডি জেনেইরো: একটি চিকিৎসা কেন্দ্রে এক মহিলা  চিকিৎসকের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগে ভারতের মিডল ও লং ডিসটেন্স রানিং কোচ নিকোলাই স্নেসারেভকে দীর্ঘক্ষণ আটক করে রাখল রিও ডি জেনেইরোর পুলিশ। ভারতের অ্যাথলিট ললিতা বাবর, সুধা সিংহ, ও পি জয়শার কোচ নিকোলাই। তিনি বেলারুশের নাগরিক। থানায় কয়েক ঘণ্টা পরে অবশ্য ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

ভারতের অ্যাথলেটিক্স দলের এক সদস্য বলেছেন, প্রচণ্ড গরমে ও পি জয়শা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নিয়ে গেমস ভিলেজেই এক চিকিৎসকের কাছে যান কোচ। জয়শার শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন নিকোলাই। তিনি জয়শাকে নিয়ে ওই চিকিৎসা কেন্দ্রের ভিতরে ঢুকতে যান। কিন্তু তাঁকে বাধা দেন ওই চিকিৎসক। তিনি বলেন, একজনই জয়শার সঙ্গে ভিতরে যেতে পারবেন। ফলে সহকারী কোচ রাধাকষ্ণণ নায়ারই জয়শাকে নিয়ে ভিতরে যান। এই সময় রেগে গিয়ে ওই চিকিৎসকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নিকোলাই। তিনি জোর করে চিকিৎসককে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ভিতরে ঢোকেন। এরপরেই তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। সেই কারণেই নিকোলাইকে আটকে রাখা হয়েছিল।

 

ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের সচিব সি কে ভালসন বলেছেন, নিকোলাইকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাঁর বিরুদ্ধে আর কোনও আইনি পদক্ষেপ করবে না পুলিশ। ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছে।