কলকাতা: ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে শনিবার কলকাতা ডার্বিতে (Kolkata Derby) মাঠে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) নিজেদের পারফরম্যান্সে ইতিমধ্যেই লিগ তালিকায় প্রথম ছয়ে থাকা নিশ্চিত করে ফেলছে এটিকে মোহনবাগান। আপাতত লিগ তালিকায় চারে রয়েছে সবুজ মেরুন। তবে এই স্থান নিশ্চিত করতে হলে কলকাতা ডার্বি জিততেই হবে এটিকে মোহনবাগানকে। লিগ অবস্থান বা অন্য কিছু নয়, এই ম্যাচে তিন পয়েন্টই পাখির চোখ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando)।


তিন পয়েন্টেই লক্ষ্য


ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ফেরান্দো বলেন, 'আমার লক্ষ্য এই ম্যাচ জিতে তিন পয়েন্ট দখল করা। আমরা লিগ তালিকায় কত নম্বরে রয়েছি, সেই নিয়ে কিন্তু একেবারেই ভাবছি না। শনিবার ম্যাচ জেতাটাই একমাত্র লক্ষ্য। আমাদের দলের আক্রমণভাগটা বেশ শক্তিশালী। কে গোল করছেন, কী ভাবে গোল আসছে, সেটার তেমন গুরুত্ব নেই। আক্রমণের সময় এবং রক্ষণের সময় আমাদের কিন্তু কোনও ফাঁক ফোকড় রাখা চলবে না। দলগতভাবে একজোট হয়েই আমরা খেলি।'


বাড়তি গুরুত্ব নয়


লাল হলুদ লিগ তালিকায় ১০ নম্বরে থাকলেও, দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ১২টি গোল করেছেন, যা লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ (যুগ্মভাবে)। ক্লেটনের দক্ষতা সম্পর্কে ফেরান্দো অবগত হলেও, তিনি কোনও ব্যক্তিবিশেষ নয়, বরং গোটা দলের দিকেই নজর রাখছেন। 'ফুটবল তো দলগত খেলা। আমরা কোনও ব্যক্তিবিশেষকে বাড়তি গুরুত্ব দিতে চাই না। প্রতিটি দলকেই আমাদের সম্মান করা উচিত। সিলভা এ মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন বটে, তবে আমার কাছে মাঠে নামা ২২জন খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ' বলেন সবুজ মেরুন কোচ।


ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মরসুম শুরুর ডার্বির ইস্টবেঙ্গল দল এবং বর্তমান লাল হলুদ দলের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ফেরান্দোও সেই কথা মেনে নিয়ে বলেন, 'ইস্টবেঙ্গল দল বিগত কয়েক ম্যাচে বেশ ইতিবাচক পারফর্ম করেছে। ওরা নিজেদের ধীরে ধীরে নিজেদের সেরা একাদশও খুঁজে পাচ্ছে। আমাদের গত সাক্ষাৎকারের থেকে এই দল পুরো ভিন্ন। গত ছয়, সাত ম্যাচে আক্রমণ ও রক্ষণ, উভয় বিভাগেই ওরা পরিকল্পনামাফিক খেলেছে। আমি ওদের সম্মান করি এবং ম্যাচ জয়ের জন্য এই খুঁটিনাটিগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।'


আরও পড়ুন: মহামেডান মাঠের পর এবার ইস্টবেঙ্গল মাঠ, ফের হকি ম্যাচকে কেন্দ্র করে বাঁধল ধুন্ধুমার