কলকাতা: ডুরান্ড কাপে চূড়ান্ত হতাশাজনক পারফরম্য়ান্সের পর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তবে সবুজ-মেরুনের থামার জো নেই। ডুরান্ড অভিযান শেষ হতে না হতেই এশিয়া কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে (AFC Cup Inter-Zonal semifinals) কুয়লা লামপুর সিটি এফসির (Kuala Lumpur City FC) মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। বুধবার (৭ সেপ্টেম্বর) যুবভারতীতে সেমিফাইনালের এই ম্য়াচে মাঠে নামবে সবুজ-মেরুন। ম্যাচের আগে দলের কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ডুরান্ড কাপের স্মৃতি এখন অতীত। তিনি চান যেন দলের খেলোয়াড়রা ডুরান্ডের হতাশা ভুলে শুধুই এএফসি কাপে নিজেদের মনোনিবেশ করেন।


ডুরান্ড অতীত


ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মলেনে সবুজ-মেরুনের কোচ বলেন, 'ডুরান্ড কাপ অতীত। এখন আমাদের নজর পুরোপুরি এএফসি কাপের দিকে। ফুটবলে অতীত ভুলে বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকানোটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা এখানে (ডুরান্ড কাপের থেকে) আলাদা দলের সঙ্গে খেলছি। আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী তাই বিভিন্ন উপায়ে আমরা ওদের চাপে ফেলার চেষ্টা করব। এএফসি কাপ আমাদের জন্য় ভীষণ গুরুত্বপূর্ণ এবং (ডুরান্ড কাপের থেকে) এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতিটাও পৃথকভাবে করার প্রয়োজন। খেলোয়াড়রা সবাই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন এবং সকলেই সামনের দিকে তাকাচ্ছেন। আশা করছি ম্যাচ শেষে হাসিটা আমরাই হাসব।'


ফেরান্দোর দাবি তাঁর দল আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। তবে ঘরের মাঠে খেলার ফলে তিনি যেমন বাড়তি চাপ নিচ্ছেন না, তেমনই ঘরে খেলায় দল বাড়তি কোনও সুবিধাও পাবে না। দুই দলই সমান জায়গা থেকে ম্যাচ শুরু করবে বলে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ফেরান্দো। তবে ডুরান্ড কাপে দল গোল করতে কিন্তু বেশ সমস্যায়ই পড়েছিল। ফেরান্দো মেনে নিচ্ছেন, তাঁর দলকে গোলের মুখে আরও ভাল খেলতে হবে, তবে সেই নিয়ে খুব বেশি চিন্তা করতে নারাজ ফেরান্দো। 'আমরা যদি ম্যাচে সুযোগ তৈরি না করতে পারি, তাহলে কোচ হিসাবে সেটা চিন্তার বিষয় হবে। কারণ সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা থেকে খেলার ধরন, অনেক কিছু বদল করতে হতে পারে। তবে আমরা যথেষ্ট খেটেছি। আশা করছি বুধবার গোলের সামনে ভাগ্য আমাদের সহায় হবে এবং আমরা ম্যাচ জিততে পারব। খেলোয়াড়রা তো সকলেই উন্নতি করতে আগ্রহী। তাই আমি চিন্তার কোনও কারণ দেখছি না।' দাবি স্প্যানিশ কোচের।


প্রতিপক্ষকে সমীহ


ম্যাচের নিজের দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী হলেও, প্রতিপক্ষকে কিন্তু বেশ সমীহই করছেন ফেরান্দো। কুয়ালা লামপুর সিটির প্রশংসা করে ফেরান্দো জানান, 'ওরা ভাল দল বলেই তো সেমিফাইনালে পৌঁছেছে। ওরা আক্রমণ এবং রক্ষণ দুই বিভাগেই শক্তিশালী এবং প্রতিআক্রমণে দক্ষ। লিগ হোক, এএফসি কাপ বা অন্য কোনও কাপ, প্রতিটি টুর্নামেন্টের জন্যই ওরা নির্দিষ্ট পরিকল্পনা করেই মাঠে নামে। ওরাও কঠোর পরিশ্রম করে, পরিকল্পনা বানিয়েই খেলতে নামবে। এমন এক আন্তর্জাতিক কাপে ভাগ্যের জোরে কেউ জেতে না, জেতে ভাল খেলে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে আমরা এই ম্যাচ নিয়ে ইতিবাচক।' মত ফেরান্দোর। ডুরান্ডের হতাশা ভুলে এটিকে মোহনবাগান কেমন খেলে, এখন সেটাই দেখার বিষয়।