কলকাতা: নিজেদের আইএসএল (ISL 2022-23) মরসুমের প্রথম ম্যাচেই পরাজিত হল এটিকে মোহনবাগান। চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে (ATKMB vs CFC) ম্যাচে এগিয়ে গিয়েও ১-২ গোলে হারল জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দল। এই ম্যাচেও সেই পুরনো রোগেই বিপর্যয় ঘটল। ডুরান্ড কাপে গোল করার লোকের অভাবেই ডুবতে হয়েছিল সবুজ-মেরুনকে। এই ম্যাচেও গোলের সামনে একাধিক সুযোগ কাজে না লাগাতে পারারই খেসারত দিল ফেরান্দোর দল।


এগিয়ে গিয়েও হার


প্রথমার্ধে ২৭ মিনিটে মনবীর সিংহের দারুণ গোলে সবুজ-মেরুন ম্যাচে এগিয়ে যায়। তবে গোলের পরেই কিছুটা ব্যাকফুটে চলে যায় এটিকে মোহনবাগান। যদিও প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও গোল করার সুযোগ পায় সবুজ-মেরুন, তবে তাতে কাজের কাজ হয়নি। ১-০ লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে তারা। দ্বিতীয়ার্ধে শুরুটা ভাল করলেও, মাঠের কয়েকটি বাতি নিভে যাওয়ায় ম্যাচ খানিকটা সময় বন্ধ থাকে। এই বিরতির পরই নতুন উদ্যমে মাঠে নামে চেন্নাইয়িন। ৬৪ মিনিটের মাথায় গোল করে সমতা আনেন ঘানাইয়ান ফরোয়ার্ড কুয়ামে কারিকারি। বিশাল কাইথ তাঁকে ফাউল করায় পেনাল্টি থেকে গোল করেন ঘানার ফরোয়ার্ড।


এর ১৯ মিনিট পরে বঙ্গতনয় রহিম আলি চেন্নাইয়িনের হয়ে জয়সূচক গোলটি করেন। ম্যাচে এরপরেই একাধিক সুযোগ তৈরি করা সত্ত্বেও, প্রাক্তন সুবজ-মেরুন গোলরক্ষক দেবজিৎ মজুমদার চেন্নাইয়িনের গোলের সামনে প্রায় প্রাচীর তুলে দেন। ম্যাচে তাই শেষমেশ পরাজিতই হতে হয় এটিকে মোহনবাগানকে। এই হারের পরেই নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো বলেন , 'আমরা সুযোগ তৈরি করেও, তা কাজে লাগাতে পারছি না এবং বারংবার এই সমস্যাটা হচ্ছে। পাঁচ-ছয়টি সুযোগ তৈরি করলে, তার তিনটি তো অন্তত গোলে রাখা উচিত। আমরা এটাই করতে পারিনি। সুযোগ পেলে ম্যাচটা শেষ করা জরুরি।'


সুযোগ নষ্ট করায় হা-হুতাশ 


পেনাল্টি থেকে গোল খাওয়ার পরেই দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস যে নড়বড়ে হয়ে গিয়েছিল, তা নির্দ্বিধায় মেনে নিচ্ছেন সবুজ-মেরুন কোচ। 'গোল খাওয়ার পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে গিয়েছিল যার জেরেই তারা পাস ঠিকমতো দিতে পারেনি এবং গোলের সুযোগও নষ্ট করে। তবে এগুলি তো খেলারই অঙ্গ। এই সময় বেশি দোষারোপ না করে খেলোয়াড়দের বোঝানো দরকার যে এমনটা হয়েই থাকে, আমাদের একত্রে এই সমস্যার সমাধান করতে হবে। এই পরিস্থিতি বদল করতে খুব একটা কষ্ট করতে হবে না। আমরা যেমন খেলেছি, তাতে সহজেই আরও গোল করা যেত, গোলের সুযোগও তৈরি করা যেত।' মত ফেরান্দোর।


আরও পড়ুন: সূর্যকুমার-অর্শদীপের দাপটে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১৩ রানে জয়ী ভারত