পারথ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রস্তুতিতে ম্যাচে জিতল ভারত। সোমবার প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশকে ১৩ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের জয়ে ব্যাটে নায়ক সূর্যকুমার যাদব। বল হাতে সেরা অর্শদীপ সিংহ। সঙ্গে সাফল্য পেলেন ভুবনেশ্বর কুমারও।                                                                                    


পারথে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৫৮/৬। রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করেন ঋষব পন্থ। তবে দুজনের কেউই রান পাননি। তিন নম্বরে নেমে দীপক হুডা ১৪ বলে ২২ রান করেন। তবে দুরন্ত ছন্দ থাকা সূর্যকুমার যাদব শুরু থেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে। ৩৫ বলে ৫২ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম হাফসেঞ্চুরি সূর্যকুমারের। বিরাট কোহলি ও কে এল রাহুল ব্যাট করেননি।                                                                                                        


রান তাড়া করতে নেমে ১৪৫/৮ স্কোরে আটকে যায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন অর্শদীপ। যুজবেন্দ্র চাহাল ও ভুবনেশ্বর কুমারের দুটি করে উইকেট।                                                                        


বিরাটের পাশে


দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ভারতীয় দলে গেমচেঞ্জার কারা হতে পারেন? কেউ বলছেন হার্দিক পাণ্ড্যর কথা। যিনি আইপিএল থেকে ব্যাটে-বলে দুরন্ত ছন্দে আছেন। কারও মুখে দীনেশ কার্তিকের নাম। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করেন, এক-দুজন নয়, ভারতীয় দলে এক জাঁক গেমচেঞ্জার রয়েছেন।


এবিপি লাইভের সঙ্গে ক্রিকেট আড্ডায় সৌরভ বলেছেন, 'এই ভারতীয় দলে অনেক গেমচেঞ্জার। রোহিত শর্মা (Rohit Sharma) যেদিন ভাল খেলবে, কে এল রাহুল (KL Rahul) যেদিন ভাল খেলবে, কোহলি যেদিন ভাল খেলবে, সূর্য, পাণ্ড্য, এই দলে প্রচুর গেমচেঞ্জার আছে। সেটাই বলছি যে, প্রচুর প্রতিভা রয়েছে। ভীষণরকম দক্ষতা রয়েছে। শুধু বড় টুর্নামেন্টে পরিকল্পনাগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে।'


সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুরো সাক্ষাৎকার দেখুন: