মেলবোর্ন: জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানে নিজেদের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সুপার ১২-র শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালের টিকিট পাকা করেছে ভারতীয় দল। ব্যাট হাতে এদিন ফের একবার অনবদ্য ছন্দে দেখায় সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। মাত্র ২৫ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। তাঁকে ম্যাচ সেরাও ঘোষণা করা হয়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ম্যাচ শেষে সূর্যকে প্রশংসায় ভরিয়ে দিলেন।


রোহিতের প্রশংসা


সূর্যর বিষয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, 'স্কাই (সূর্যকুমার যাদব) যেটা করছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ও ব্যাটে নেমেই আগ্রাসী মেজাজে ব্যাট করে বাকিদের চাপমুক্ত করে। আমরা সকলেই ওর দক্ষতা সম্পর্কে অবগত। সূর্য ব্যাট করলে আমরা ডাগ আউটে নিশ্চিন্তে থাকি। ও ব্যাটিংয়ের সময় দারুণ পরিপক্কতার পরিচয় দেখিয়েছে। আমরা ওর থেকে এমন সব ইনিংসেরই তো প্রত্যাশা করি এবং ও প্রতি ম্যাচেই আরও উন্নতি করছে।' ম্যাচ শেষে সমর্থকদের গ্যালারিভর্তি করে ভারতের সমর্থনে গলা ফাটানোর জন্য তাঁদের ধন্যবাদও জানান রোহিত।


নজরে সেমিফাইনাল 


এরপর অ্যাডিলেডে বৃহস্পিতবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। মাঠের সঙ্গে মানিয়ে নেওয়াটাই দলের পক্ষে আসল চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করছেন রোহিত। ভারতীয় অধিনায়ক বলেন, 'পরিবেশ ও মাঠের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হবে। আমরা ওখানে (অ্যাডিলেডে) ইতিমধ্যেই একটি ম্যাচ খেলেছি এবং আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। ইংল্যান্ড খুবই ভাল দল এবং সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেমিফাইনালে খেলার যোগ্যতাঅর্জন করতে পারায় আমরা গর্বিত। সেমিতে ভাল খেললে আমাদের জন্য আরও একটা বড় ম্যাচ অপেক্ষা করে রয়েছে।'


সূর্যর বক্তব্য


তিনি বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। জিম্বাবোয়ের বিরুদ্ধে একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তাঁর স্কুপ শট দেখে হতবাক ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও (Ravi Shastri)। ম্যাচের নায়ক, সেই সূর্যকুমার যাদবকে শাস্ত্রী প্রশ্নও করে ফেললেন, 'অফস্টাম্পের বাইরে প্রায় ষষ্ঠ বা সপ্তম স্টাম্পের বল পা ভাঁজ করে বসে বাঁ কানের ৫-৬ ইঞ্চি পাশ দিয়ে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দাও কীভাবে?' রহস্য উদঘাটন করলেন ম্যান অফ দ্য ম্যাচ। সূর্য হাসতে হাসতে বললেন, 'নেটে প্রচুর প্র্যাক্টিস করেছি। রাবার বলে ক্রিকেট খেলার সময় থেকেই এই শট খেলে আসছি। সেই থেকেই হয়ে গিয়েছে এরকম।'


আরও পড়ুন: ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ক্যাচ নিয়ে অনন্য সেলিব্রেশনে মাতলেন কোহলি