পার্থপ্রতিম ঘোষ ও জয়ন্ত পাল, কলকাতা : ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০-র (SMAT 2022) নক আউট পর্ব আয়োজিত হয়েছিল কলকাতায়। যে টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে অজিঙ্ক রাহানের মুম্বই। ইডেনে ফাইনাল জিতে। আর এই টুর্নামেন্টের নক আউট পর্ব খেলতে কলকাতায় এসে প্রতারণার শিকার হলেন দিল্লি ক্রিকেট দলের একজন। যা নিয়ে হুলুস্থুল পড়ে গিয়েছে।


দিল্লির (Delhi Ranji Team) হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি খেলতে কলকাতায় এসেছিলেন ওই ক্রিকেটার। শিখর ধবন, ইশান্ত শর্মাদের সঙ্গে। অভিযোগ, শহরে এসে হানি ট্র্যাপের শিকার হন ওই ক্রিকেটার। বাগুইআটির ফ্ল্যাটে নিয়ে গিয়ে ৬০ হাজার টাকা, গলার রুপোর চেন ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি। এক তরুণী-সহ ৪ জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ তুলেছেন দিল্লি থেকে কলকাতায় খেলতে আসা ওই ক্রিকেটার। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।


বাংলায় ক্রিকেট খেলতে এসে কি হানিট্র্যাপের শিকার দিল্লির ক্রিকেটার ? আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে এক মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ। যদিও সম্মানহানি রুখতে ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি পুলিশের তরফে।


সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের জন্য কলকাতায় আসেন দিল্লির রাজ্য ক্রিকেট দলের ওই সদস্য। অভিযোগ, ডেটিং অ্যাপে এক তরুণীর সঙ্গে তাঁর আলাপ হয়। দেখা করার জন্য ওই ক্রিকেটারকে বাগুইআটিতে ডেকে পাঠান এই তরুণী। এরপর, দু’জনে যান বাগুইআটির একটি বাড়িতে। অভিযোগ, এরপর সেখানে আসে আরও ৩ যুবক। জোর করে ক্রিকেটারের আপত্তিকর ভিডিও তোলা হয়। এমনকী টাকা না দিলে হুমকি দেওয়া হয় ভিডিও ভাইরাল করার। 


দিল্লির ক্রিকেটারের অভিযোগ, তাঁর ই-ওয়ালেট থেকে ৬০ হাজার টাকা, রুপোর গলার চেন ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়া হয়। প্রথমে সম্মানহানির ভয়ে নীরব ছিলেন ওই ক্রিকেটার। কিন্তু অভিযোগ, তাঁকে ফোন করে আরও টাকার জন্য চাপ দেওয়া শুরু হয়। অবশেষে গত ২ নভেম্বর বাগুইআটি থানার পুলিশের দ্বারস্থ হন ওই ক্রিকেটার। তাঁর অভিযোগের ভিত্তিতে এই তরুণী-সহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। শুধু এই ক্রিকেটার, নাকি আরও কাউকে এই ভাবে প্রতারিত করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 


জানা গিয়েছে, ধৃত অভিযুক্তদের নাম শিবা সিংহ, শুভঙ্কর বিশ্বাস, ঋষভ চন্দ্র ও রীনা মজুমদার। এদের মধ্যে শিবা ও শুভঙ্করের বাড়ি সন্তোষ পল্লিতে। বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের কাছে জর্দাবাগানে থাকে ঋষভ ও রীনা। দুটি এলাকাই বাগুইআটি থানার অন্তর্গত।


আরও পড়ুন: রাবার বলে খেলেই স্কুপ শটে হাত পাকানো, রহস্য ফাঁস করলেন ম্যাচের নায়ক সূর্যকুমার