এটিকে-র নতুন কোচ টেডি শেরিংহ্যাম
Web Desk, ABP Ananda | 14 Jul 2017 10:58 PM (IST)
কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের দু বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো ডে কলকাতার নয়া কোচ হলেন ইংল্যান্ড ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন স্ট্রাইকার টেডি শেরিংহ্যাম। শুক্রবার এই ঘোষণা করেছেন এটিকে-র অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর আশা, দলকে সাফল্য এনে দেবেন শেরিংহ্যাম। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়াও টটেনহ্যাম হটস্পার এবং ওয়েস্টহ্যাম ইউনাইটেডের হয়েও খেলেছেন শেরিংহ্যাম। ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৫১টি ম্যাচ খেলেছেন তিনি। গোলসংখ্যা ১১। ১৯৮৩ থেকে ২০১৫ পর্যন্ত ক্লাব পর্যায়ে ৭৫৫ ম্যাচে ২৮৯ গোল করেছেন শেরিংহ্যাম। এহেন বিখ্যাত ফুটবলার জানিয়েছেন, গোয়েঙ্কার কাছ থেকে আইএসএল-এর কথা শুনেছেন। তিনি এটিকে-তে যোগ দিয়ে খুশি।