২০১১ সালের ২ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার একদিনের বিশ্বকাপ জেতে ভারত। কিন্তু ফেসবুকে এক ভিডিওতে সেই ম্যাচে গড়াপেটার অভিযোগ করে তদন্তের দাবি জানিয়েছেন রণতুঙ্গা।
বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করা গম্ভীর বলেছেন, ‘অর্জুন রণতুঙ্গার অভিযোগে আমি অবাক হয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটের একজন শ্রদ্ধেয় ব্যক্তির এই ধরনের মন্তব্য অত্যন্ত গুরুতর। আমার মনে হয়, সন্দেহ দূর করার জন্য নিজের দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করা উচিত রণতুঙ্গার।’
রণতুঙ্গার অভিযোগকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেই মনে করছেন নেহরা। তিনি বলেছেন, ‘আমি প্রতিক্রিয়া দিয়ে রণতুঙ্গার মন্তব্যকে মর্যাদা দিতে চাই না। এই ধরনের বক্তব্যের কোনও শেষ নেই। আমি যদি ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয় নিয়ে প্রশ্ন তুলি, তাহলে সেটা কি ভাল দেখাবে? তাই এ বিষয়ে কোনও কথা না বলাই ভাল। তবে এই ধরনের কোনও ব্যক্তি এসব কথা বললে খারাপ লাগে।’