মেলবোর্ন: স্বপ্নভঙ্গ। স্ল্যাম জিতে বিদায় জানাতে ব্যর্থ সানিয়া মির্জা (Sania Mirza)। অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) মিক্সড ডাবলসের ফাইনালে স্ট্রেট সেটে পরাজিত হন সানিয়া, রোহন বোপান্না (Rohan Bopanna)। ভারতীয় জুটিকে লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের ব্রাজিলিয়ান জুটি ৭-৬ (২), ৬-২ স্কোরলাইনে স্ট্রেট সেরে হান। এই পরাজয়ের ফলেই সানিয়া মির্জার গ্র্যান্ড স্ল্যাম সফর শেষ হয়ে গেল। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ভারতীয় টেনিস তারকা।
ম্যাচ শেষে সানিয়া বলেন, 'আমার পেশাদার কেরিয়ারের শুরুটা এখানে মেলবোর্নেই হয়েছিল। ১৮ বছর বয়সে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে স্ল্যামের তৃতীয় রাউন্ডে কোর্টে নেমেছিলাম। অবিশ্বাস্য মনে হলেও, তারপর ১৮ বছর কেটে গিয়েছে। এখানে আমি বহু ফাইনাল খেলেছি এবং বেশ কয়েকটি টুর্নামেন্ট জিতেওছি। বছরের পর বছর আপনাদের সামনে খেলার সৌভাগ্য হয়েছে আমার। রড লেভার এরিনাটা আমার কাছে খুবই স্পেশাল। শেষটা করার জন্য এর থেকে ভাল জায়গা হয় না। আপনাদের সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ।'
ম্যাচের বিবরণ
ম্যাচের শুরুটা কিন্তু ভারতীয় জুটি একেবারেই ভালভাবে করতে পারেনি। সানিয়ার প্রথম সার্ভিসই ব্রাজিলিয়ান জুটি ভাঙতে সক্ষম হয়। তবে প্রথম সেটের চতুর্থ ও অষ্টম গেমে স্টেফানির সার্ভিস ব্রেক করে ভারতীয় জুটি। সানিয়ার ঝাঁঝালো ফোরহ্যান্ডে ব্রাজিলিয়ান জুটিকে বেশ চাপে পড়তে হয়। কিন্তু শেষমেশ টাই ব্রেকারে প্রথম সেটে পরাজিত হন সানিয়ারা।
দ্বিতীয় সেটের চতুর্থ গেমে ব্রাজিলিয়ান জুটি সানিয়ার সার্ভিস ব্রেক করার পর ভারতীয় তারকারা আর লড়াইয়ে ফিরতে পারেননি। ৬-২ দ্বিতীয় সেট ও ম্যাচ হারেন সানিয়া-রোহন। স্টেফানি ও মাতোস ব্রাজিলিয়ান জুটিকে হারিয়েই নিজেদের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতল। এই পরাজয়ের ফলে ৩৬ বছর বয়সি সানিয়ার গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ হল। তিনি ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সানিয়া মহেশ ভূপতির সঙ্গে ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস জেতেন এবং ২০১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে জেতেন মহিলাদের ডাবলস।
আরও পড়ুন: ধোনির স্থান দখলই লক্ষ্য, প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে স্পষ্ট জানালেন ঈশান