মেলবোর্ন: ২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনেই নিজের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ খেলতে নেমেছিলেন সানিয়া মির্জা (Sania Mirza)। তার ১৮ বছর পর, আজ সেই অস্ট্রেলিয়ান ওপেনেই (Aus Open 2023) নিজের কেরিয়ার শেষ গ্র্যান্ডস্ল্যাম ম্যাচও খেললেন ভারতের টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে রোহন বোপান্নাকে (Rohan Bopanna) সঙ্গী করে লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন সানিয়া। লক্ষ্য ছিল স্ল্যাম জিতেই গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ করা।


হাড্ডাহাড্ডি লড়াই


তবে নিজের সেই লক্ষ্যপূরণে ব্যর্থ হলেন সানিয়া। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬-৭ (২) পরাজিত হয় ভারতীয়। ম্যাচের শুরুটা কিন্তু ভারতীয় জুটি একেবারেই ভালভাবে করতে পারেনি। সানিয়ার প্রথম সার্ভিসই ব্রাজিলিয়ান জুটি ভাঙতে সক্ষম হয়। তবে প্রথম সেটের চতুর্থ ও অষ্টম গেমে স্টেফানির সার্ভিস ব্রেক করে ভারতীয় জুটি। সানিয়ার ঝাঁঝালো ফোরহ্যান্ডে ব্রাজিলিয়ান জুটিকে বেশ চাপে পড়তে হয়। কিন্তু শেষমেশ টাই ব্রেকারে প্রথম সেটে পরাজিত হন সানিয়ারা।


দ্বিতীয় সেটের চতুর্থ গেমে ব্রাজিলিয়ান জুটি সানিয়ার সার্ভিস ব্রেক করার পর ভারতীয় তারকারা আর লড়াইয়ে ফিরতে পারেননি। ৬-২ দ্বিতীয় সেট ও ম্যাচ হারেন সানিয়া-রোহন। স্টেফানি ও মাতোস ব্রাজিলিয়ান জুটিকে হারিয়েই নিজেদের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতল। এই পরাজয়ের ফলে ৩৬ বছর বয়সি সানিয়ার গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ হল। তিনি ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। সানিয়া মহেশ ভূপতির সঙ্গে ২০০৯ সালের অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস জেতেন এবং ২০১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে জেতেন মহিলাদের ডাবলস।


এখনই শেষ নয়


অবশ্য সানিয়ার গ্র্য়ান্ড স্ল্যাম সফর শেষ হলেও, তাঁর টেনিস কেরিয়ারের আরও কিছুটা বাকি রয়েছে। সানিয়া আগেই জানিয়েছিলেন ডব্লুটিএ ১০০০ দুবাই চ্যাম্পিয়নশিপেই তিনি তাঁর কেরিয়ার শেষ করবেন। 


অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দুই নতুন মুখ। সেই হিসেবে রড লেভার এরিনা এবার পেতে চলেছে নতুন এক চ্যাম্পিয়নকে। বৃহস্পতিবার মহিলাদের সিঙ্গলসের একটি সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে খেতাব জেতেন এলিনা রিবাকিনা। অন্যদিকে পোল্যান্ডের মাদগা লিনেটকে হারিয়ে ফাইনালে পৌঁছন আরিয়ানা সাবালেঙ্কা।


এদিন প্রথম সেমিফাইনালে বেলারুশের আজারেঙ্কাকে ১ ঘণ্টা ৪০ মিনটের লড়াই শেষে হারিয়ে দেন রিবাকিনা। কাজাখাস্তানের টেনিস তারকা ৭-৬ (৪), ৬-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন। উল্লেখ্য, গত বছর উইম্বলডন জিতেছিলেন রিবাকিনা। এর আগে তিনি চলতি টুর্নামেন্টে মহিলাদের ১ নম্বর টেনিস তারকা ইগা সোয়েতককে হারিয়ে দিয়েছিলেন। এদিনের আরেকটি সেমিফাইনালে আরিয়ানা সাবালেঙ্কা জয় ছিনিয়ে নেন ৭-৬ (৭-১), ৬-২। বেলারুশের এই টেনিস তারকা এর আগেও গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছেছিলেন তিনবার। কিন্তু প্রতিবারই হেরে যান। এবার তাঁর কাছে সুবর্ণ সুযোগ প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের। 


আরও পড়ুন: ধোনির স্থান দখলই লক্ষ্য, প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে স্পষ্ট জানালেন ঈশান