সিডনি: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝে আচমকাই শিরোনামে উঠে এল মহেন্দ্র সিংহ ধোনির নাম। রবিবার সিডনির গ্যালারিতে এক দল ধোনি ভক্ত প্ল্যাকার্ড তুলে ধরলেন। তাতে লেখা, “উই মিস ইউ ধোনি”, আমরা তোমার অভাব টের পাচ্ছি ধোনি।

মাঠে তখন ফিল্ডিং করছেন বিরাট কোহলি। তিনি ধোনির সমর্থকদের সেই প্ল্যাকার্ড দেখে ইশারায় বলে ওঠেন, “মি টু”। কোহলির সেই ইঙ্গিত করার ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই কোহলির প্রশংসা করেন। বলেন, প্রাক্তনকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন তিনি।

প্রকাশ্যেও বরাবর ধোনির প্রশংসা করেছেন কোহলি। ধোনির অবসরের দিনই তিনি জানিয়েছিলেন যে, ক্যাপ্টেন কুলই তাঁর বরাবরের অধিনায়ক থাকবেন। ভারতের স্বাধীনতা দিবসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ‘ক্যাপ্টেন কুল’-এর এই সিদ্ধান্তের পরই ধোনিকে নিয়ে আবেগে ভেসেছিলেন সতীর্থরা। এই তালিকায় অন্যতম নাম বিরাট কোহলি। অগ্রজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ‘অনুজ’ কোহলি বলেছিলেন, ‘তুমিই সবসময় আমার ক্যাপ্টেন থাকবে।’

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতার পরই নয়া নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়লেন কোহলি। শুধু তাই নয়, দেশের বাইরে বিগত দু বছরে এখনও পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছেন কোহলি এন্ড কোম্পানি।



২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জেতে ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের মাটিতে গিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে বিরাট এন্ড কোম্পানি।  এবছরের শুরুতেই কিউই সফরে যায় ভারতীয় দল। ৫ ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেন কোহলিরা। আর গতকাল ক্যাঙ্গারুদের হারাতেই নয়া মাইলস্টোন গড়লেন ভারত অধিনায়ক।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হলেও বিদেশের মাটিতে কুড়ি বিশের দ্বিপাক্ষিক সিরিজগুলোতে সেরকম সাফল্য ছিল না। মাত্র দুবছরের মধ্যেই বিরাট কোহলির নেতৃত্বে এক অনন্য রেকর্ড গড়ল ভারতীয় দল। অন্যান্য ফরম্যাটে বিদেশের মাটিতে সেভাবে সফল না হলেও টি-২০ ফরম্যাটে ভারতীয় দল অপ্রতিরোধ্য।