সিডনি: সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিশাল রানের জবাবে শুরুটা ভালই করল পাকিস্তান। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৩৮ রান তুলে ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের রান ২ উইকেটে ১২৬। ওপেনার আজহার আলি ৫৮ ও অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান ৬৪ রানে অপরাজিত।
এর আগে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (১১৩) ও ম্যাট রেনশ (১৮৪) এবং পিটার হ্যান্ডসকম্বের (১১০) অসাধারণ ইনিংসের সুবাদে বিশাল স্কোর করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে দলের ৬ রানের মধ্যে শার্জিল খান (৪) ও বাবর আজমের (০) উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। সেই অবস্থা থেকে দলকে ঘুরে দাঁড় করান ইউনিস ও আজহার। তাঁদের জুটিতে এখনও পর্যন্ত ১২০ রান যোগ হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
অস্ট্রেলিয়ার বিশাল স্কোর, পাল্টা লড়াই পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2017 04:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -