স্মিথের শতরান, হ্যান্ডসকম্বের ৮২, পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া
Web Desk, ABP Ananda | 19 Jan 2017 09:00 PM (IST)
পার্থ: তৃতীয় একদিনের ম্যাচে পাকিস্তানকে সহজেই সাত উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ওয়াকায় এই ম্যাচে জয়ের নায়ক অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও পিটার হ্যান্ডসকম্ব। স্মিথ ১০৮ রানে অপরাজিত থাকেন। হ্যান্ডসকম্ব ৮২ রান করে আউট হন। তাঁদের দাপটে পাঁচ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান স্মিথ। শার্জিল খানের ৫০ এবং বাবর আজমের ৮৪ রানের সৌজন্যে ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৩ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার (৩৫), উসমান খোয়াজা (৯) ও হ্যান্ডসকম্বের উইকেট হারিয়ে ২৬৫ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।