হংকং: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক এবার হংকংয়ে টি২০ লিগে খেলতে চলেছেন। ২৮-২৯ মে চারদলীয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানেই খেলবেন প্রাক্তন অসি অধিনায়ক।


 

বুধবার এক বিবৃতিতে ক্লার্ক বলেছেন, তিনি কোনওদিন হংকংয়ে না গেলেও সেখানকার কথা অনেক শুনেছেন। হংকংয়ের ক্রিকেটের উন্নতিতে তিনি অবদান রাখতে চান।

 

অস্ট্রেলিয়ার হয়ে ১১৫টি টেস্ট, ২৪৫টি একদিনের ম্যাচ এবং ৩৪টি টি২০ ম্যাচ খেলেছেন ক্লার্ক। ৪৭টি টেস্টে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন। গত বছরের অগাস্টে চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হন নিজের প্রজন্মের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

 

দেশের হয়ে না খেললেও চলতি বছরের ফেব্রুয়ারিতে সিডনির একটি ক্লাবের হয়ে খেলেন ক্লার্ক। তিনি সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশ লিগে খেলবেন বলেও শোনা যাচ্ছে। হংকংয়ের লিগের আয়োজকরা তাঁকে পেয়ে খুব খুশি।