সিডনি: ভারতের কাছে ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ হারার পর অস্ট্রেলিয়া ক্রিকেট মহলে অনেকেই আক্ষেপের সুরে বলছেন, স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার থাকলে দলের এই হাল হত না। কিন্তু এভাবে ভাবের ঘরে চুরি না করতে অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
একটি সংবাদপত্রে লেখা নিবন্ধে ভন বলেছেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা ওই দুই ক্রিকেটারের অনুপস্থিতির চেয়েও অস্ট্রেলিয়া ক্রিকেটের সমস্যা আরও গভীর। তিনি লিখেছেন, যদি কেউ ভেবে থাকে যে, স্মিথ ও ওয়ার্নার দলে ফিরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে তা ভুল ভাবনা। ভারতের বিরুদ্ধে তাদের ব্যাটিং, বোলিং, দল বাছাই, কৌশল সবেতেই গলদ ছিল। অস্ট্রেলিয়াকে স্বীকার করতেই হবে যে, ওরা একেবারেই ভালো খেলতে পারেনি।
ভন আরও লিখেছেন, এটা ঠিক সেরা দুই প্লেয়ারকে বাদ দিলে যে কোনও দলই সমস্যায় পড়বে। কিন্তু স্মিথ ও ওয়ার্নারের অনুপস্থিতিকে ঢাল করাটা সহজ অজুহাত মাত্র। গত গ্রীষ্মে ইংল্যান্ডে ভারত ৪-১ সিরিজ হেরেছিল। কিন্তু সিরিজের চূড়ান্ত ফলাফল যাই হোত না কেন, প্রত্যেকটা টেস্টেই জোর টক্কর হয়েছে। কিন্তু সিডনি টেস্টে শেষ দুদিন বৃষ্টি না হলে অস্ট্রেলিয়া ৩-১ সিরিজ হারত।
এই পরিস্থিতিতে ২০১৯-র বিশ্বকাপের পর অ্যাওয়ে অ্যাসেজে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডকে হারানোর কোনও সম্ভাবনা অন্তত দেখতে পারছেন না ভন।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেছেন, অস্ট্রেলিয়াকে কঠোরভাবে সবকিছু পর্যালোচনা করে দেখতে হবে। ব্যাটিং টেকনিকের উন্নতি ঘটাতে হবে। বোলিংয়েও ধারাবাহিকতা আনতে হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
স্মিথ ও ওয়ার্নার ফিরলেই সব ঠিক হয়ে যাবে, অস্ট্রেলিয়া এমন ভাবলে তা হবে ভাবের ঘরে চুরি, বললেন ভন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jan 2019 04:57 PM (IST)
ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ১৭৮ রানে অপরাজিত থাকলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর এই ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৪৫১ রান করল অস্ট্রেলিয়া
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -