বিশাখাপত্তনম: টি-২০ সিরিজের উত্তেজক প্রথম ম্যাচে ভারতকে ৩ উইকেটে পরাস্ত করল অস্ট্রেলিয়া। ভারতের রাখা ১২৭ রানের লক্ষ্যমাত্রা ৭ উইকেট খুইয়ে তুলে নেয় অজিরা। ক্যাঙারুদের এদিনের জয়ে বড় ভূমিকা পালন করেন সীমিত ওভারের বিশেষজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তৃতীয় ওভারেই দলের ১৪ রানের মাথায় ফিরে যান রোহিত শর্মা (৫)। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন বিরাট ও রাহুল। এই জুটি যখন জমে গিয়েছিল, ঠিক তখনই ফিরে যান বিরাট (২৪)। অ্যাডাম জাম্পার বলে বিরাটের ক্যাচ ধরেন নাথান কুল্টার-নাইল। ভারতীয় দলের রান তখন ৬৯। এরপরেই একের পর এক উইকেট পড়তে থাকে। ঋষভ পন্থ (৩) রান আউট হয়ে যান।
এরপর কুল্টার-নাইলের বলে ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। ৬ নম্বরে নামা দীনেশ কার্তিককে (১) বোল্ড করে দেন কুল্টার-নাইল। তিনিই ক্রুনাল পাণ্ড্যকে (১) ফেরান। উমেশ যাদবকে (২) এলবিডব্লু করে দেন প্যাট কামিন্স। মহেন্দ্র সিংহ ধোনি ২৯ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত বড় রান করতে পারল না ভারতীয় দল। বিরাট কোহলির দলের রান ৭ উইকেটে ১২৬। সর্বোচ্চ ৫০ রান করেন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার হয়ে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন নাথান কুল্টার-নাইল।
জবাবে দ্বিতীয় ওভারে মার্কাস স্টোয়েনিসকে রান আউটে ফিরিয়ে দেয় ভারতীয় ফিল্ডাররা। পরের বলেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে লেগ বিফোর করেন বুমরাহ, যিনি এদিন বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন। এরপর অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান ম্যাক্সওয়েল (৪৩ বলে ৫৬ রান) ও ডার্সি শর্ট (৩৭ বলে ৩৭ রান)। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যান ৮৪ রান যোগ করেন।
১৫ ওভার পর্যন্ত অস্ট্রেলিয়া সুন্দর গতিতে এগোচ্ছিল। কিন্তু, ম্যাচের রুদ্ধশ্বাস মুহূর্ত তখনও বাকি ছিল। প্রথমে ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেন যযুবেন্দ্র চহাল। অ্যাশ্টনকে ফেরান ক্রুনাল পাণ্ড্য। হ্যান্ডসকোম্ব ও নাথান কুন্টার-নাইলকে ফেরান বুমরাহ। ১৯ তম ওভারে দুরন্ত বলকে ভারতকে জয়ের মত পরিস্থিতিতে এনে দেন বুমরাহ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। উমেশ যাদবকে দুটি চার মেরে জয় নিশ্চিত করেন জেই রিচার্ডসন ও প্যাট কামিন্স। ভারতের হয়ে সবচেয়ে সফল বুমরাহ। তিনি ১৬ রানে ৩ উইকেট দখল করেন।