নয়াদিল্লি : স্বাধীনতা দিবস (Independence Day 2023) উদযাপনের দিনে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে তাঁর বক্তব্যের মাঝেই আগামী বছরের লোকসভা ভোটের কথা উঠে এসেছে নরেন্দ্র মোদির কথায়। দেশবাসীর আস্থা সঙ্গে নিয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে পরের বছরও তিনিই বার্তা দেবেন বলে বড় বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদি। আর যার প্রেক্ষিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পাল্টা আক্রমণ, 'পরের বছর নিজের বাড়িতে পতাকা উত্তোলন করবেন মোদি।'


লালকেল্লা থেকে দেশের অর্থনীতি থেকে গণতন্ত্র, একাধিক বিষয়ে মুখ খোলেন নরেন্দ্র মোদি। তাঁর নেতৃত্বে বিজেপি সরকারের একাধিক কাজের খতিয়ানও সামনে তুলে ধরেন। যার পাল্টা খাড়গের বিজেপি ও প্রধানমন্ত্রীকে আক্রমণ, 'একদিকে যখন গণতন্ত্রের ঢোল বাজাচ্ছে কেন্দ্র, তখন অন্যদিকে সংসদে বিরোধীদের মুখ বন্ধ করা হচ্ছে।' এদিকে, চোখের সমস্যার জেরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির থাকতে তিনি পারেননি বলেই জানিয়েছেন কংগ্রেস সভাপতি।


প্রসঙ্গত লালকেল্লায় তাঁর ভাষণে ২৪-এর লোকসভা ভোটে জয় নিয়ে যে তিনি নিশ্চিত, সেই বার্তাই দেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলাম। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্মের মাধ্যমে সেই প্রতিশ্রুতিকে বিশ্বাসে বদলে দিয়েছি। কঠোর পরিশ্রম করেছি। আগামী বছর ১৫ অগাস্ট, দেশের সাফল্য, আপনাদের সামর্থ্য আর উন্নতির কথা বলতে ফের এই লালকেল্লায় আসব।


নিজের সরকারের প্রশংসা করে তাঁর বার্তা, এই সরকার কাজের সরকার। সময়ের আগেই নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। দেশের সীমান্ত এখন আগের থেকে বেশি সুরক্ষিত। স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে নিজের সরকারের পঞ্চমুখ প্রধানমন্ত্রী। পাশাপাশি নাম না করে কংগ্রেসকে আক্রমণও শানান তিনি। মোদি বলেন, তিন দশকের অনিশ্চয়তা কাটিয়ে দেশে এখন শক্তিশালী সরকার। ২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার বলে মোদি সংস্কার করতে পেরেছে। এর আগে দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল।






ঘণ্টা দেড়েক দীর্ঘ বক্তব্যের মাঝে মণিপুর ইস্যু (Manipur Issue) নিয়ে মুখ খোলা থেকে কেন্দ্রের বিভিন্ন স্কিম নিয়ে কথা, একাধিক প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী বক্তব্যে। মণিপুরে হিংসার কথা যেমন মেনে নিয়ে গোটা দেশের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন, তেমনই দেশের নিম্নবর্গের মানুষদের জন্য বিশ্বকর্মা যোজনা (Viswakarma Yojana) শুরু, লাখপতি দিদি থেকে জন ঔষধি দোকানের পরিধি দেশে বাড়ানোর বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদি। সঙ্গে মহিলাদেরও আরও স্বনির্ভর করতে ড্রোন ওড়ানো-সারানোর প্রশিক্ষণ চালুর ভাবনার কথাও জানিয়েছেন তিনি।


আরও পড়ুন- দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, লালকেল্লা থেকে নাম না করে কংগ্রেস সরকারকে তির মোদির


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial