সিডনি: কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে বল-বিকৃতির জেরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের পর এবার সরলেন কোচ ড্যারেন লেম্যানও। আজ সাংবাদিক বৈঠক করে পদত্যাগের কথা ঘোষণা করেছেন লেম্যান। তিনি জানিয়েছেন, কাল থেকে শুরু হওয়া চতুর্থ টেস্টের পরেই দায়িত্ব থেকে সরে যাবেন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, লেম্যানের পদত্যাগ গ্রহণ করা হয়েছে।
স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বল-বিকৃতির দায়ে নির্বাসিত করলেও, লেম্যানকে ছাড় দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। মঙ্গলবারই ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এগজিকিউটিভ জেমস সাদারল্যান্ড জানান, তদন্তে জানা গিয়েছে, বল-বিকৃতির বিষয়ে আগাম কিছু জানতেন না লেম্যান। তবে তারপরেও আজ সরে যাওয়ার কথা ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার কোচ।
সাংবাদিক বৈঠকে কেঁদে ফেলেন লেম্যান। তিনি বলেন, ‘এটাই সরে যাওয়ার উপযুক্ত সময়। দলের সংস্কৃতির জন্য আমিই দায়ী। আমি নিজের অবস্থান নিয়ে কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম। গতকাল পদত্যাগ করব না বলার পরেও, স্টিভ ও ক্যামেরনের শাস্তির বিষয়টি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া দলের সংস্কৃতিতে বদল আনতে পারবে।’
লেম্যান আরও বলেছেন, ‘সব অস্ট্রেলিয়ানের মতো আমিও আমরা অত্যন্ত হতাশ। আমরা এত মানুষকে দুঃখ দিয়েছি। তার জন্য দলের সবাই দুঃখিত। যে খেলোয়াড়রা এই কাণ্ড ঘটিয়েছে, তারা গুরুতর ভুল করেছে। তবে ওরা খারাপ নয়।’
বল-বিকৃতি: অস্ট্রেলিয়ার কোচ লেম্যানের পদত্যাগ
Web Desk, ABP Ananda
Updated at:
29 Mar 2018 06:31 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -