২২০ রানে জয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
Web Desk, ABP Ananda | 07 Jan 2017 01:53 PM (IST)
সিডনি: সিডনিতে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ২২০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। পঞ্চম দিন ৪৬৫ রান তাড়া করতে নেমে ২৪৪ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। গতকাল চতুর্থ দিনের শেষে পাকিস্তানের রান ছিল ১ উইকেটে ৫৫। কিন্তু আজ সরফরাজ আহমেদ (৭২ অপরাজিত) ছাড়া কোনও বড় রান করতে পারেননি। নৈশপ্রহরী ইয়াসির শাহ (১২৮ বলে ১৩) এবং অধিনায়ক মিসবা উল হক (১৭০ বলে ৩৮) দীর্ঘক্ষণ লড়াই চালাচ্ছিলেন। কিন্তু তাতেও অস্ট্রেলিয়ার জয় ঠেকানো যায়নি। জোশ হ্যাজেলউড ও স্টিভ ও’কিফি তিনটি করে এবং নাথান লিয়ন দুটি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া এবার ভারতে চারটি টেস্ট খেলতে আসবে। সম্প্রতি উপমহাদেশে স্টিভ স্মিথের রেকর্ড মোটেই ভাল নয়। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এই জয় নিঃসন্দেহে অস্ট্রেলিয়াকে আত্মবিশ্বাস দেবে।