মেলবোর্ন: ভারতের বিরুদ্ধে সিডনিতে হতে চলা চতুর্থ তথা চূড়ান্ত টেস্ট ম্যাচের জন্য লেগ-স্পিনার অল রাউন্ডার মার্নাস লাবুসচেঞ্জকে দলে নিল অস্ট্রেলিয়া।
রবিবার, মেলবোর্নে শেষ হওয়া বক্সিং ডে টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে হারিয়ে দুর্ধর্ষ জয় অর্জন করে ভারত। এই জয়ের ফলে, চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল কোহলি-ব্রিগেড। মাঠে পর্যুদস্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ টেস্টের জন্য ১৩ জনের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
দলের তরফ থেকে অধিনায়ক টিম পেইন এই বদলের আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি জানান, সিডনির ম্যাচে জয়ের জন্য দলের সবচেয়ে ভালো কম্বিনেশনের দরকার। তিনি বলেন, যতদূর শুনেছি, সিডনির পিচে সম্ভবত স্পিন ধরবে। ফলত, সিরিজ রক্ষার্থে আমাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে হবে।
এদিকে, অজি টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, প্রথম একাদশে নিজেদের জায়গা টিকিয়ে রাখার জন্য প্রবল চাপে রয়েছেন ওপেনার অ্যারন ফিঞ্চ ও অল-রাউন্ডার মিচেল মার্শ। বিশেষ করে, মেলবোর্নে এই দুজনের হতাশাজনক পারফরম্যান্সের পর দলের কম্বিনেশন নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন অধিনায়ক জানান, সিডনিতে দল নির্বাচন কমিটি যখন মিলিত হবেন, তখন অনেক বিকল্প নিয়ে আলোচনা হবে।
গত অক্টোবরে আরব আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাগি গ্রিনদের হয়ে টেস্টে অভিষেক ঘটে মার্নাস লাবুসচেঞ্জের। কিন্তু, ভারতের বিরুদ্ধে সিরিজে তাঁকে ছেঁটে ফেলে সেই জায়গায় দলে নেওয়া হয় পিটার হ্যান্ডসকোম্ব ও মিচেল মার্শকে।