বেঙ্গালুরু: দুই ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে সব বিভাগেই টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ হারের পর এমনই বললেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েলেরও প্রশংসা করেছেন ভারতের অধিনায়ক।
দ্বিতীয় টি-২০ ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর পর বিরাট বলেছেন, ‘এত সংক্ষিপ্ত সিরিজে পারফরম্যান্স বিচার করা যায় না। অস্ট্রেলিয়া সব বিভাগেই আমাদের টেক্কা দিয়েছে এবং যোগ্য দল হিসেবে জিতেছে। ১৯০ বেশিরভাগ মাঠেই ভাল রান। কিন্তু যদি এত শিশির পড়ে এবং গ্লেন ম্যাক্সওয়েল যেরকম খেলল, সেরকম ইনিংস কেউ খেলে, তাহলে কিছু করার থাকে না।’
ভারতীয় দল দু’টি ম্যাচেই হারলেও, বোলারদের পাশেই দাঁড়িয়েছেন বিরাট। তাঁর মতে, শিশির পড়ার ফলে বোলারদের কাজ কঠিন হয়ে গিয়েছিল। বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন ভারতের অধিনায়ক।
অস্ট্রেলিয়া সব বিভাগেই টেক্কা দিয়েছে, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
28 Feb 2019 12:01 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -