বেঙ্গালুরু: বয়স ৩৭। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনিকে দেখে সেটা বোঝা দায়। তাঁর বয়স ও পারফরম্যান্স নিয়ে যাঁরা প্রশ্ন তুলছিলেন, সেই সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ঝোড়ো ব্যাটিং করার পাশাপাশি অসাধারণ ফিটনেসেরও পরিচয় দিলেন ধোনি।



আজ ভারতীয় ইনিংসের ১২-তম ওভারে অ্যাডাম জাম্পার একটি বল ক্রিজের বাইরে এসে মারার চেষ্টা করেন ধোনি। কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি তিনি। বলটি চলে যায় অস্ট্রেলিয়ার উইকেটকিপার পিটার হ্যান্ডসকম্বের হাতে। তিনি বেল ফেলে দেওয়ার আগেই অবশ্য ক্রিজের মধ্যে পা ফেলে দেন ধোনি। তিনি প্রায় ২.১৪ মিটার প্রসারিত করেন দুই পা। চূড়ান্ত শারীরিক নমনীয়তার ফলে তিনি আউট হওয়ার হাত থেকে বেঁচে যান।