সিডনি: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে প্রতিকূল পরিস্থিতিতেও চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ ড্র করেছে ভারত। সিরিজের ফলাফল এখন ১-১। এই ম্যাচ হারলে সিরিজে ২-১ এগিয়ে যেত অস্ট্রেলিয়া। কিন্তু ওই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের আশায় জল ঢেলে দেওয়ার লড়াইয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারী। চোট নিয়েও ১৬১ বল খেলেছেন তিনি। রান করেছেন মাত্র ২৩। কিন্তু পরিস্থিতির বিচারে রান নয়, শেষপর্যন্ত ক্রিজ আঁকড়ে পড়ে থাকাটাই ছিল গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও হনুমার এই ইনিংস একেবারেই পছন্দ হয়নি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়র। অটুট ধৈর্য্যে হনুমার দুর্গ আঁকড়ে থাকার ব্যাটিং ভারতের জয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে মত প্রকাশ করেন তিনি। ম্যাচের পর ট্যুইট করে তিনি মত প্রকাশ করেছিলেন যে, বিহারী প্রথম ১০৯টি বল খেলে মাত্র ৭ রান করে ‘ক্রিকেটকে হত্যা করেছেন’। হনুমার ঢিমে ব্যাটিংয়ের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ট্যুইট করেছেন, ১০৯টি বল খেলে মাত্র ৭ রান! নৃশংস বললেও খুব কম বলা হয়। হনুমা বিহারী ভারতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের সুযোগকেই শুধু মেরে ফেলেনি, ক্রিকেটকেও খুন করেছেন। যত অসম্ভবই মনে হোক, জয়কে হিসাবের মধ্যে না রাখাটা অপরাধ। সেইসঙ্গে অবশ্য তিনি যোগ করেন, আমি জানি, ক্রিকেটের কিছুই বুঝি না।
এবার হনুমা বাবুলের সমালোচনার জবাব দিয়েছেন। বাবুলের ট্যুইটের জবাবে ট্যুইটে শুধু নিজের নামটা লিখে দিয়েছেন।



আসলে হনুমার সমালোচনা করতে গিয়ে বাবুল তাঁর নামের বানান টাইপ করতে গিয়ে ভুল করেছিলেন। সেই ভুলটা ধরিয়ে দিতেই নিজের সম্পূর্ণ নাম টাইপ করে হনুমা তাঁর জবাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর তাঁর নাম লেখার ক্ষেত্রে ত্রুটি এভাবে শুধরে দিয়েছেন তিনি।
হনুমার সেই ট্যুইট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

উল্লেখ্য, নিজের বক্তব্যের সমর্থনে সুপ্রিয় বিহারী শুধু বাজে বলগুলিকে বাউন্ডারিতে পাঠালেই ভারত ম্যাচটা জেতার মতো জায়গায় চলে যেত বলে অভিমত জানিয়েছেন। লিখেছেন, হনুমা স্রেফ দাঁড়িয়ে থেকে খারাপ বলগুলিতে বাউন্ডারি মারলেই ভারত ঐতিহাসিক জয় পেত হয়তো। পন্থ তো কেউ যা প্রত্যাশা করেনি, সেটাই করেছে। আমি ফের বলছি, হনুমা শুধু বাজে বলগুলিকেই মারতে পারত, কেননা ততক্ষণে ও সেট হয়ে গিয়েছে।
যদিও ক্রিকেটপ্রেমীরা বাবুলের মতের পাল্টা কটাক্ষে তাঁকে শুধু রাজনীতি নিয়ে মাথা ঘামানোর পরামর্শ দিয়েছিলেন।