মেলবোর্ন: আসন্ন ভারত সফরে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ভাল ব্যাটিং করতে হবে, ২০টি উইকেট নিতে হবে এবং পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। কোনও অজুহাত চলবে না। তবেই ফর্মে থাকা ভারতীয় দলকে তাদের মাঠে হারানো যাবে। এমনই মতপ্রকাশ করলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।


ঘরের মাঠে টেস্ট সিরিজে পাকিস্তানকে ৩-০ হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তাতেও ভারত সফরের আগে স্বস্তিতে নেই স্টিভ স্মিথের দল। কারণ, এশিয়ায় টানা ৯টি টেস্টে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। ১৯৬০ সাল থেকে এখনও পর্যন্ত এশিয়ায় মাত্র একটি টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল টানা পাঁচটি সিরিজ জিতেছে। বিরাট কোহলির দল টানা ১৮টি টেস্টে অপরাজিত। দলের সবাই ভাল ফর্মে আছেন। ফলে এবারও অস্ট্রেলিয়ার কাজ সহজ হবে না।

ভারত সফর প্রসঙ্গে ওয়ার্নার বলেছেন, ‘ভারত সফরে টেস্টে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে হবে। ম্যাচ জিততে গেলে ২০ উইকেট নিতে হবে। এটা বড় চ্যালেঞ্জ। কিন্তু কোনও অজুহাত দিলে হবে না। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ব্যাটিং, বোলিং বা ক্যাচ নেওয়ার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে হবে। সাফল্য পাওয়ার জন্য একাধিক পরিকল্পনা তৈরি রাখতে হবে।’

সম্প্রতি ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ৪-০ হারলেও, ভাল ব্যাটিং করছে ইংল্যান্ড। অ্যালেস্টার কুকের দল তিনটি টেস্টে ৪০০ বা তার বেশি রান করেছে। ইংল্যান্ডের এই পারফরম্যান্সই এখন ওয়ার্নারদের অনুপ্রেরণা।