রেকর্ড ওপেনিং পার্টনারশিপ, পঞ্চম একদিনের ম্যাচেও পাকিস্তানকে হারাল অস্ট্রেলিয়া
Web Desk, ABP Ananda | 26 Jan 2017 09:21 PM (IST)
অ্যাডিলেড: সিরিজ জয় আগেই হয়ে গিয়েছিল। অ্যাডিলেডে পঞ্চম একদিনের ম্যাচেও পাকিস্তানকে ৫৭ রানে হারিয়ে ৪-১ ফলে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৬৯ রান করে অস্ট্রেলিয়া। ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড ২৮৪ রান যোগ করেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এটা অস্ট্রেলিয়ার রেকর্ড ওপেনিং পার্টনারশিপ। ওয়ার্নার ১৭৯ ও হেড ১২৮ রান করেন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক আজহার আলির (৬) উইকেট হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শার্জিল খান (৭৯) ও বাবর আজম (১০০) লড়াই করেন। কিন্তু এরপর উমর আকমল (৪৬) ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। শেষপর্যন্ত ৩১২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।