নয়াদিল্লি: করোনা আক্রান্ত হলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি। গম্ভীর লিখেছেন, 'মৃদু উপসর্গ ছিল। পরীক্ষা করানোর পর কোভিড পজিটিভ হয়েছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, সকলে পরীক্ষা করিয়ে নিন। নিরাপদে থাকুন।'


 



পাঁচদিন পর অবশেষে দেশে (India) একদিনে কোভিড (Covid-19) আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নামল। তবে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬ হাজার ৬৪।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬১৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩৯।  


দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ২০২।  এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৯০ হাজার ৪৬২ জনের মৃত্যু হয়েছে।  দৈনিক পজিটিভিটি রেট ১৫ দশমিক ৫২ শতাংশ।      


করোনায় মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ। একদিনে প্রায় ৪০ শতাংশ বাড়ল মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৬১৪ জনের। যদিও পাঁচদিন পর দেশে করোনায় দৈনিক সংক্রমণ নামল ৩ লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন।


এদিকে, ধুঁকছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগ । চিকিৎসক মাত্র ২ জন। অপারেশন করার পাশাপাশি তাঁদেরই সামলাতে হয় আউটডোর। সমস্যায় রোগী ও তাঁদের পরিজনরা। চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্যভবনের কাছে আবেদন করেছে কর্তৃপক্ষ। ভয়ঙ্কর করোনা আবহে বাড়ির ছোটদের নিয়েও যখন সবার দুশ্চিন্তা, তখন উদ্বেগের এক অন্য ছবি ধরা পড়ল খাস কলকাতায়। ১৯৪৬ সালে, ভারতের প্রথম পেডিয়াট্রিক সার্জারি বিভাগ চালু হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।