মেলবোর্ন: রড লেভার এরিনায় কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন জিতেই আবেগপ্রবণ হয়ে গেলেন রাফায়েল নাদাল। চোটের জন্য গত বছর ইউ এস ওপেন, উইম্বলডনে নামেননি। এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও নামতে পারবেন কি না জানা ছিল না। বিশেষ করে কয়েক সপ্তাহ আগে পর্যন্তও ক্রাচ নিয়ে হাঁটতে হয়েছিল। কিন্তু বাজিগর তিনি। নাদাল জানেন কীভাবে হেরে গিয়েও জিতে যেতে হয়। এদিন যেমন ম্যাচের প্রথম ২ সেট হেরেও শেষ পর্যন্ত খেতাব জিতে নিলেন। ম্য়াচের পর নাদাল বলছেন, ''দেড় মাস আগেও জানতাম কোর্টে ফিরে আবার টেনিস খেলতে পারব। কেউ জানেও না যে কী পরিমাণ লড়াই করে আমাকে ফিরতে হয়েছে। আজ আমি ট্রফি নিয়ে আপনাদের সামনে। কিছু দিন আগেও আমাকে প্রশ্ন করলে হয়তো বলতাম এটাই আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু এখন আমার পাশে এই ট্রফিটা থাকার পর মনে হচ্ছে, শরীরে নতুন শক্তি এসেছে। তাই সামনের বছরও আমাকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যেতে পারে।''
৫ ঘণ্টা ২৫ মিনিটের কঠিন লড়াই শেষে স্বপ্নভঙ্গ হয়ে তখন ফ্যাকাশে মুখে পাশে দাঁড়িয়ে ড্যানিল মেদভেদেভ। নাদাল তাঁর প্রতিপক্ষকে নিয়ে বলেন, ''তোমার কাছে একটা কঠিন মুহূর্ত দানিল। আমি নিজে এই ট্রফি দু’বার জিতেছি। আমি নিশ্চিত যে তুমিও অন্তত দু’বার এই ট্রফি জিতবে। অসাধারণ খেলেছ আজ। তাই তোমাকেও অনেক ধন্যবাদ। আমার টেনিস-জীবনে অন্যতম সেরা আবেগের মুহূর্ত। তোমার সঙ্গে টেনিস কোর্ট ভাগ করে নিতে পেরে গর্বিত। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।''
টেনিস বিশ্বের কেন এত জনপ্রিয় একটি খেলা, তা রড লেভার এরিনা আজ আরও একবার দেখিয়ে দিল। যেখানে ৫ ঘণ্টা ২৫ মিনিটের লড়াই শেষে কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতলেন রাফায়েল নাদাল। পুরুষদের টেনিস এই মুহূর্তে তিনিই সর্বাধিক গ্র্য়ান্ডস্লামের মালিক। একইসঙ্গে কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেনও জিতলেন স্প্যানিশ টেনিস তারকা। ফাইনালে রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে হারিয়ে দিলেন রাফা। টপকে গেলেন নোভাক জকোভিচ ও রজার ফেডেরারে গ্র্যান্ডস্লাম জয়ের সংখ্যা। প্রথম ২ সেট হেরে পরের তিন সেটে পরপর জিতে ম্যাচ পকেটে পুরে নেন স্প্যানিশ টেনিসের সুপারস্টার। খেলার ফল নাদালের পক্ষে ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫। ২০০৯ সালের পর ফের ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি। মহিলাদের সিঙ্গলসে গতকালই চ্যাম্পিয়ন হয়েছেন অ্যাশলে বার্টি। তিনি হারিয়ে দিয়েছেন আমেরিকার ড্যানিয়েল কলিন্সকে।