জুরিখ: আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত রজার ফেডেরার। তাঁর কোচ এই খবরটি প্রকাশ্যে এনেছেন। তবে তিনি এমনও বলে দিয়েছেন যে এখনও টেনিসকে বিদায় জানানাের কোনও ভাবনা চিন্তা নেই সুইস টেনিস সম্রাটের। গত জুলাইয়ে শেষবার উইম্বলডনে দেখা গিয়েছিল ফেডেক্সকে। সেখানে কোয়ার্টার ফাইনালেই হারতে হয় তাঁকে। হাঁটুর চোট দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে কিংবদন্তি এই টেনিস সুপারস্টারকে। তাই হাঁটুর অস্ত্রোপচার করা হয় তাঁর। ফেডেক্সের কোচ ইভান লুভিচিচ বলেন, ''ধীরে ধীরে সুস্থ হচ্ছে রজার। ও নিজের শরীর নিয়ে ভীষণভাবে সচেতন। পুরো ফিট না হয়ে রজার নামতে চাইবে না কোর্টে। তাই আমার মনে হয় যে ফেডেরারের পক্ষে অস্ট্রেলিয়ান ওপেনে নামা হবে না। ওর এখন ৪০ বছর বয়স, তাই এখন ওঁকে ধাপে ধাপে এগোতে হবে। এখন আগের মতো দ্রুত সুস্থ হয়ে ওঠা ওর পক্ষে সম্ভব নয়, এটা বুঝতে হবে।''


উইম্বলডনে প্রত্যাশা ছিল রজারকে নিয়ে। কিন্তু অপ্রত্যাশিতভাবেই কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। উইম্বলডন বরাবরই রজারের পয়া কোর্ট। কিন্তু এই পয়া কোর্টেই হারের সম্মুখিন হতে হয়েছিল ফেডেক্সকে। এইবার উইম্বলডনে জিতলে ৯ বার এই টুর্নামেন্টে খেতাব জয়ের মালিক হতেন রজার। তা আর হয়নি। পোল্যান্ডের প্রতিপক্ষ হুবের হুরকাজের বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে যান ফেডেরার। খেলার ফল ছিল হুবেরের পক্ষে ৬-৩, ৭-৬(৪), ৬-০।


এর আগে চলতি বছরে ইউএস ওপেন থেকে ও ফরাসি ওপেনের মাঝপথ থেকেও নাম তুলে নিয়েছিলেন রজার। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে ওঠার পরই নাম তুলে নেন তিনি। এবারের ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে জার্মানির ডমিনিক কোয়েফারকে হারিয়ে দেন ফেডেরার। সেই ম্যাচে তিনি দুর্দান্ত লড়াই করেন। চতুর্থ রাউন্ডের ম্যাচে ইতালির ম্যাতিও বেরেত্তিনির মুখোমুখি হওয়ার কথা ছিল ফেডেরারের। কিন্তু তার আগেই সরে যান তিনি। 


এখনও পর্যন্ত ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেডেরার। রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচও ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।


আরও পড়ুন: ''দল আগে, ব্যক্তি পরে'', দ্রাবিড়ের মন্ত্রেই সাফল্যের রসদ দেখছেন রাহুল