নয়াদিল্লি: প্রতারণার শিকার মহেন্দ্র সিংহ ধোনি!

২০১৩ সালের ডিসেম্বরে ভারতের একদিনের ক্রিকেট অধিনায়কের সঙ্গে অস্ট্রেলীয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা স্পার্টান স্পোর্টস-এর তিন বছরের ব্যাট ও স্পন্সরশিপ চুক্তি হয়েছিল, যার মোট মূল্য ছিল ১৩ কোটি টাকা।

খবরে প্রকাশ, নিয়মিত প্রদত্ত অর্থ দিতে ব্যর্থ হচ্ছে এই সংস্থাটি। ধোনির স্পনসরশিপ দেখাশোনা করে যে ম্যানেজমেন্ট সংস্থা, সেই রিতি স্পোর্টস-এর আইনি বিভাগের এক আধিকারিক জানান, ধোনির ব্যাটের ওপর রয়্যালটির টাকা যুক্ত করলে, ভারত অধিনায়কের প্রাপ্য অর্থের পরিমাণ ২০ কোটি ছাড়িয়ে যাবে।

জানা গিয়েছে, চুক্তি হওয়া ইস্তক ধোনিকে মোট চারটি কিস্তির টাকা দিয়েছে ওই সংস্থা। প্রথম কিস্তি হয়েছিল যখন চুক্তি হয়েছিল। শেষ কিস্তি এসেছে গত মার্চ মাসে। রিতি স্পোর্টসের কর্ণধার অরুণ পাণ্ডে স্বীকার করে নেন, বর্তমানে চুক্তিতে সমস্যা রয়েছে। যদিও, তিনি খোলসা করেননি, কেন এই উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে, তিন আশা করেন, যে শীঘ্রই সব ঠিক হয়ে যাবে।

রিতি স্পোর্টসের সূত্রে জানা গিয়েছে, তারা স্পার্টানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে। ওই সংস্থার সঙ্গে এই প্রসঙ্গে যোগাযোগ করা হলেও মালিক কুণাল শর্মা বা অন্য কোনও আধিকারিকের থেকে কোনও উত্তর মেলেনি। স্পার্টানের স্টোর সিডনি ছাড়াও নয়াদিল্লিতে রয়েছে।

প্রসঙ্গত, ধোনি ছাড়াও এই সংস্থার অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত রয়েছে একাধিক হেভিওয়েট ক্রিকেটারের নাম। সই তালিকায় রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক, ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল, ইংল্যান্ডের ক্রিকেটার ইয়ন মর্গ্যান, প্রাক্তন অজি পেসার মিচেল জনসন এবং প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা স্যর ভিভ রিচার্ডস।

এখানে বলে রাখা প্রয়োজন, বর্তমানে ধোনির ব্র্যান্ড ভ্যালু ১০০ কোটির বেশি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া সত্ত্বেও ধোনির জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি। এখনও ধোনি ১৫টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। পাশাপাশি, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) দল চেন্নাইন এফসি এবং হকি ইন্ডিয়া লিগ (এইচআইএল) দল রাঁচি রেজ-এর অন্যতম মালিকও বটে।