সম্প্রতি একটি বিজ্ঞাপনে অস্ট্রেলিয়ার জার্সি পরা কয়েকজন শিশুর সঙ্গে দেখা গিয়েছে সহবাগকে। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তখন ওরা প্রশ্ন করেছিল, বাচ্চা সামলাতে পারবে? আমরা জবাব দিয়েছিলাম, সবাই চলে এসো, অবশ্যই পারব।’ একটি শিশুকে সহবাগ বলছেন, ‘তুমিও দুধ খেয়ে নাও, না হলে কোহলি চলে আসবে।’
এই বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতেই সহবাগের উদ্দেশে হেডেনের ট্যুইট, ‘অসিদের নিয়ে কখনও রসিকতা করবে না। ২৪ ফেব্রুয়ারি থেকে বেবিসিটিং চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি অসিরা।’