সিডনি: মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি করলেন তিনি। মাত্র ৬১ বলে ১৪৮ রান করে অপরাজিত ছিলেন হিলি। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল তুলল ২২৬/২। হিলির ইনিংসে ছিল ১৯টি চার ও ৭টি ছক্কা। মাত্র ৪৬ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেছিলেন তিনি। যেটা মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। ২৯ বছরের ক্রিকেটারের এটা ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরও। এর আগে টি-টোয়েন্টিতে হিলির সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ৯০। দুদিন আগেই কেরিয়ারের একশোতম টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন।

হিলি বলেছেন, ‘এটা সেই দিনগুলোর একটি যেদিন সব বলই ব্যাটের মাঝখান দিয়ে মারা যায়।’ প্রসঙ্গত, গত ২৬ জুলাই অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিং অপরাজিত ১৩৩ রান করেছিলেন। সেটাই ছিল মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান। বুধবার সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন হিলি।

গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে হরমনপ্রীত কৌর ১০৩ রান করেছিলেন। ভারতীয়দের মধ্যে সেটাই ক্রিকেটের এই ফর্ম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।

বুধবারের ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে ১৩২ রানে। শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৯৭/৭ স্কোরে আটকে যায়।