মেলবোর্ন: এ বছরের গোড়ায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁর দল বিরাট কোহলিকে সংযত রাখতে তাঁর প্রতি ‘নিষ্পৃহ মনোভাব’ দেখিয়েছিল বলে জানিয়ে অস্ট্রেলিয় ক্রিকেটারও একই পন্থা অনুসরণের পরামর্শ দিলেন প্রোটিয়া বাহিনীর অধিনায়ক ফাফ ডু প্লাসি। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক ক্রিকেটে কয়েকজন আছে, যারা বিবাদে জড়াতে ভালবাসে, সংঘাত উপভোগ করে। বিরাট কোহলির মতো একজনের বিরুদ্ধে খেলার সময় আমাদের এমনটাই মনে হয়। ও বিবাদে জড়াতে চায়। ওর সঙ্গে সংঘাত এড়ানোই শ্রেয়। ডু প্লাসি আরও বলেছেন, দুনিয়ার সব দলে দু-একজন প্লেয়ার আছে যাদের সম্পর্কে খেলতে নামার আগে টিম হিসাবে আলোচনা করি আমরা। এদের উদ্দেশ্যে বেশি কিছু না বলাই ভাল, কেননা দেখবেন, ওরা পাল্টা জবাব দিয়ে দেবে।
ডু প্লাসির দক্ষিণ আফ্রিকা ওই সিরিজে ভারতকে ২-১ ফলে হারায়। তবে তিন টেস্টে ২৮৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন কোহলি। তাঁর গড় ছিল ৪৭.৬৬। চলতি বছরে আগাগোড়াই দারুণ ফর্মে আছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ৫৯৩ রান তোলার পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একদিনের আন্তর্জাতিক সিরিজে পরপর তিন শতরান করেছেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান। ডু প্লাসির প্রতিক্রিয়া, ও এক অবাক করে দেওয়া খেলোয়াড়। আমরা নীরবে ওর মোকাবিলা করি, তারপরও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান করে ও। খুব বেশি রান হয়তো নয়, সেঞ্চুরিয়নের মন্থর উইকেটে একটি শতরান করে। তাই প্রতিটা টিম এমন কৌশল নেয় যাতে কাজ হবে বলে তারা মনে করে। আমাদের কাছে চুপচাপ মোকাবিলাই ছিল কৌশল।
সংঘাতে যেও না, চুপচাপ বিরাটের মোকাবিলা করো, অস্ট্রেলিয়াকে পরামর্শ ডু প্লাসির
Web Desk, ABP Ananda
Updated at:
17 Nov 2018 05:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -